শিরোনাম
◈ শেখ হাসিনার প্রত্যাবর্তন, সীমান্ত হত্যা ও তিস্তা নিয়ে আলোচনা হয়েছে : প্রেস সচিব ◈ চিকেন’স নেকে নিরাপত্তা বাড়াল ভারত: ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ টাইম ট্রাভেল: কোনোভাবে কি অতীত কিংবা ভবিষ্যৎ ঘুরে আসা সম্ভব? ◈ অধ্যাপক ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক চলছে ◈ মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালক বরখাস্ত ◈ গৌরনদীতে বিএনপি ও যুবদলের মধ্যে সংঘর্ষ আহত- ২৫ ◈ ফরিদপুরে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও আগুন ◈ জনশূন্য পেঙ্গুইনের দ্বীপেও শুল্ক বসালেন ট্রাম্প! ◈ ভারতীয় নিম্নকক্ষ মুসলিম এন্ডোমেন্ট পরিবর্তনের বিল পাশ করেছে ◈ দুই হাতে বোলিং করে উইকেট নিয়ে আইপিএলে রেকর্ড শ্রীলঙ্কান অলরাউন্ডারের

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৪, ০৭:৫০ বিকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রজাতন্ত্রের কর্মচারীদের দেশপ্রেমের প্রতি আনুগত্যের আহ্বান গণপূর্ত মন্ত্রীর

আসাদুজ্জামান সম্রাট: [২] বুধবার রাজধানীর শাহবাগে অবস্থিত বিসিএস প্রশাসন একাডেমিতে ১৩১, ১৩২, ১৩৩ এবং ১৩৪তম আইন ও প্রশাসন কোর্সের তৃতীয় মেস রজনী,‘বাদল দিনের প্রথম কদম ফুল ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ আহ্বান জানান।

[৩] তিনি বলেন, যে আবেগ ও অনুভূতি মুক্তিযুদ্ধের চেতনার সাথে মিশে আছে তা আমাদের অনুধাবন করতে হবে। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে, যে লক্ষ্য অর্জনের জন্য ত্রিশ লক্ষ শহিদ জীবন উৎসর্গ করেছেন এবং ২ লক্ষ মা বোন সম্ভম হারিয়েছেন সেই লক্ষ্য অর্জনের জন্য আমাদের সর্বশক্তি দিয়ে কাজ করতে হবে। সময়ের কাজ সময়ে সম্পন্ন করতে হবে, সিদ্ধান্ত গ্রহণে অহেতুক বিলম্ব করা যাবেনা এবং জনগণের প্রতি আনুগত্য থাকতে হবে। 

[৪] তিনি আরো বলেন, প্রত্যেক সরকারের কিছু নীতি-দর্শন থাকে। সেই নীতি- দর্শনের প্রতি কর্মকর্তাদের অকুণ্ঠ সমর্থন থাকতে হবে। সরকারের সকল কর্মসূচি যথাযথ বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। একটি বৈষম্যহীন সমাজ, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, অসম্প্রদায়িক সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার যে লক্ষ্য নিয়ে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, ক্ষুধা, দারিদ্র্য, অশিক্ষা ও কুসংস্কার এর অবসান ঘটিয়ে আমাদেরকে সেই লক্ষ্য অর্জন করতে হবে। 

[৫.১] প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী বিসিএস প্রশাসন ক্যাডারের এই নবীন কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমি বিশ্বাস করি- জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন, রূপকল্প ২০৪১ ও ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ বাস্তবায়ন এবং তথ্যপ্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সেবা প্রদানের জন্য এই নিবিড় প্রশিক্ষণ আপনাদেরকে আরো যোগ্য, দক্ষ, আত্মবিশ্বাসী ও আত্মপ্রত্যয়ী হিসেবে গড়ে তুলবে।

[৫.২] মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োচিত, সাহসী, গতিশীল এবং দূরদর্শী নেতৃত্বে প্রতিষ্ঠিত নাগরিকবান্ধব ও জবাবদিহিমূলক স্মার্ট জনপ্রশাসন চতুর্থ শিল্প বিপ্লবের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার, স্মার্ট নাগরিক ও স্মার্ট সমাজ বিনির্মাণে আসন্ন চ্যালেঞ্জসমূহ স্মার্টলি মোকাবেলা করবে।

[৬] বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর ও সরকারের সচিব ড. মো. ওমর ফারুকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কোর্স ম্যানেজমেন্ট টিমের সদস্যবৃন্দ, একাডেমিক কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং চলমান প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়