শিরোনাম
◈ সিলেটকে হারিয়ে বিপিএলের প্লে-অফে খেলার পথে দুর্বার রাজশাহী ◈ গ্যাসের দাম বাড়ালে পোশাক খাতে খরচ বাড়বে ১৮ হাজার কোটি টাকা ◈ পাকিস্তানের মাটিতে ৩৪ বছর পর টেস্ট জয় করলো ওয়েস্ট ইন্ডিজ ◈ কারাগারে সাবেক বিচারপতি মানিকের মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল ◈ রংপুরের হয়ে খেলতে আসছেন টিম ডেভিড, সুনিল নারাইন ও ডেভিড ওয়ার্নার  ◈ বান্দরবানে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কেএনএফের দুই সন্ত্রাসী আটক ◈ এবার আল্টিমেটাম দিয়ে নিউমার্কেট থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ৭ কলেজের শিক্ষার্থীদের ◈ বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ওপর নির্ভরশীলতা বন্ধ করা উচিত: নিক্কেই এশিয়ায় মতামত প্রতিবেদন ◈ সংস্কার  দুর্যোগ ব্যবস্থাপনা কৌশল পরিবর্তন করতে হবে,তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান ◈ টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়া থেকে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৪, ০৭:০৬ বিকাল
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২৪, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনসচেতনতা বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু পরিস্থিতি সন্তোষজনক: স্থানীয় সরকার মন্ত্রী

আনিসুর রহমান তপন: [২] ডেঙ্গু পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না থাকলেও এ বছর এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে সন্তোষজনক অবস্থায় আছে ৷

[৩] বৃহস্পতিবার সচিবালয়ে ‘ডেঙ্গুসহ মশকবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটি’র অনুষ্ঠিত সভায় এ কথা বলেন, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

[৪] তিনি বলেন, আক্রান্ত হয়ে কোন মানুষ মৃত্যু বরণ করুক এটা চাই না। পরিসংখ্যান বলে এ দেশে ডেঙ্গু পরিস্থিতি ভালো অবস্থায় আছে। 

[৫] ভারত, বাংলাদেশসহ এশিয়ার অন্যান্য দেশের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ তথ্যচিত্র তুলে ধরে বলেন, গত ২ জুলাই পর্যন্ত বাংলাদেশের ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭৫১ জন, মৃত্যু ৪৬ জন। পক্ষান্তরে ভারতে ৩০ এপ্রিল পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৪৪৭ জন, শ্রীলঙ্কায় ২৩ হাজার ৯৩১জন, মালেয়শিয়ায় ৫০ হাজার ৬৫০জন, ইন্দোনেশিয়ায় ৮৮ হাজার ৫৯৩জন এবং থাইল্যান্ডে আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার জন। এমনকি সিঙ্গাপুরের মত উন্নত দেশেও গত ২৭ জুন পর্যন্ত ৮ হাজার ৯৬২ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। 

[৬] মন্ত্রী বলেন, বিগত বছরগুলোর তুলনায়  রাজধানীর মানুষ অধিক সচেতন হয়েছে। জনসচেতনতা সৃষ্টিতে সিটি করপোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সকলে কাজ করে যাচ্ছে। জেলা, উপজেলা এবংং পৌরসভা পর্যায়ের গঠিত কমিটিগুলো যাতে সক্রিয়ভাবে কাজ করে সে বিষয়ে স্ব স্ব কর্তৃপক্ষের কাছে দায়িত্ব ন্যস্ত করা হয়েছে ৷ গতবছরের ন্যায় এবছরও দেশের সকল জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারকে এ সংক্রান্ত বিষয়ে সরকারের নেয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। 

[৭] যে অঞ্চলগুলোতে বেশী মানুষ আক্রান্ত হচ্ছে সরকার সে অঞ্চলকে হটস্পট হিসেবে চিহ্নিত করছে। তাৎক্ষণিকভাবে হটস্পটে প্রতিনিধি গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে রোগীর বৃত্তান্ত নিয়ে আক্রান্ত রোগীর অঞ্চল চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়