শিরোনাম
◈ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে আধিপত্য নিয়ে দুই পক্ষ মুখোমুখি, আহত-২০ ◈ স্পেন-পর্তুগাল-ফ্রান্সে বিদ্যুৎ বিভ্রাট, স্থবির জনজীবন ◈ গ্যাস সংকটে শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত, দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ উদ্যোক্তারা ◈ তাইজুলের স্পিনে বাংলা‌দেশ ম্যাচে ফির‌লো, দিন শে‌ষে জিম্বাবু‌য়ে ২২৭/৯  ◈ পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি ◈ বাংলাদেশের জন্য কী রাখাইনের জন্য করিডর ঝুঁকি তৈরি করতে পারে? ◈ বজ্রপাতের সময় ঘরের ভেতরে থাকলেও যেসব বিষয়ে সতর্ক থাকবেন ◈ দেশে লাইসেন্স পেল স্টারলিংক ◈ নকশাবহির্ভূত সব রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল করলো ডিএসসিসি ◈ ঐকমত্য কমিশনের সহ-সভাপতির সাথে ইন্টারন্যাশনাল আইডিইএ পরিচালকের বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:০৫ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা কলেজের পুকুরের পানিতে ডুবে মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু

মোস্তাফিজ, ঢামেক প্রতিনিধি : ঢাকা কলেজের পুকুরের পানিতে ডুবে মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর বারোটার দিকে এ ঘটনাটি ঘটে। শিশুটির নাম, মোঃ সিয়াম(১০) ।  সে আজিমপুর নিউ পল্টন মাদ্রাসা ফয়জুল উলুম নামক মাদ্রাসা ছাত্র। 

ঢামেক হাসপাতলে নিয়ে আসা ঢাকা কলেজের এক শিক্ষার্থী আবীর হোসেন ও ঐ মাদ্রাসার শিক্ষার্থী নাফিজ, বলেন দুপুরে  সিয়ামসহ  অনেকেই মাঠে ফুটবল খেলা শেষে ঢাকা কলেজের পুকুরে গোসল করতে যায়। সেখানে সিয়াম নামে শিক্ষার্থী সাতরাতে সাতরাতে পুকুরের পানিতে ডুবে যায় পানি থেকে উঠতে পারেনি।

সেখানে শিক্ষার্থীসহ অনেকেই তাকে দেখতে পেয়ে সেখান থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে দুপুরে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিদ্দিক বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান বলেন, ট্রিপল নাইনে খবর পেয়ে ঢাকা কলেজের পুকুর এলাকায় যাই সেখানে যাওয়ার আগেই শিক্ষার্থীরা ওই শিশুটিকে পানি থেকে উঠিয়ে ফেলে পরে সেখান থেকে আমাদের গাড়িতে করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেন মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। মৃত সিয়াম ময়মনসিংহ গফরগাঁও উপজেলার পাঁচলি গ্রামের জুতা ব্যবসায়ী মোঃ নজরুল ইসলামের ছেলে। বর্তমান নিউ পল্টন ওই মাদ্রাসায় থাকতো। দুই বোন এক ভাইয়ের মধ্যে সে ছিল দ্বিতীয় । 

  • সর্বশেষ
  • জনপ্রিয়