শিরোনাম
◈ দেশের ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু ◈ সারাদেশের সব পলিটেকনিকে টানা এবার শাটডাউন ঘোষণা ◈ সরকার যেসব শর্ত দিয়েছে মানবিক করিডোরের জন্য  ◈ কাঙ্ক্ষিত বাণিজ্যের জন্য পাকিস্তান-বাংলাদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে: বাণিজ্য উপদেষ্টা ◈ আমরা আরেকটা গাজা হতে চাই না: রাখাইনে ‘মানবিক করিডর’ প্রসঙ্গে ফখরুল (ভিডিও) ◈ অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুল যা বললেন ◈ প্রথম আলোর ঈদ কার্টুন ইস্যুতে সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন, ৪ মে আদেশ ◈ সরকারি প্রাথমিক শিক্ষকদের জন্য বেতন গ্রেড নিয়ে সুখবর ◈ বিল পরিশোধ না করায় ইউনাইটেড গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ◈ ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৪, ১২:২৮ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু 

মোস্তাফিজ : রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, আব্দুল্লাহ আল মাসুম (১৭),ও  অলিউল্লাহ (২১) মোঃ ইয়াকুব আলী (৩১)। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে  নির্মানাধীন ১৫ তলা ভবনের ৯ তলায় বাইরের অংশে মাচাং এ দাঁড়িয়ে প্লাস্টারের কাজ করছিলেন এই তিন শ্রমিক। এ সময়ে মাচাং এর রশি ছিঁড়ে তিন জনই নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অলিউল্লাহ কে মৃত ঘোষণা করেন। 

ঐ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য অপর দুজন শ্রমিককে দুপুরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার  বিকেল পৌনে ৪টার দিকে  মারা যায় আব্দুল্লাহ আল মাসুম,ও সন্ধ্যা সাড়ে ছয়টায় চিকিৎসাধী অবস্থায় মারা যায় ইয়াকুব আলী।

সত্যতার নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক তিনি বলেন মৃতদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

নিহতরা তিনজনই চাপাই সদর উপজেলার বাসিন্দা ‌। বর্তমানে উত্তরা তিন নম্বর সেক্টরে নির্মাণাধীন ভবনেই থাকতেন। তারা উভয়ই রাজমিস্ত্রি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়