শিরোনাম
◈ আওয়ামী লীগ সমর্থকদের প্রেসক্লাবের সামনে মারধর ◈ পলাতক পুলিশ সদস্যরা এখন ‘সন্ত্রাসী’ বিবেচিত হবে, দেখামাত্রই গ্রেফতার : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ দুই মাসে দেড় বিলিয়ন ডলার দেনা পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক (ভিডিও) ◈ প্রয়োজনে সিস্টেম ভেঙে নতুন লোক বসাবো : উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ: এবারও ডাক পায়নি জাপা ◈ নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা, বেঁচে গেলেন অল্পের জন্য ◈ সিনওয়ারের মরদেহ নিয়ে ‘দর কষাকষি’ করতে চায় ইসরায়েল ◈ ঢাকার দুই সিটি করপোরেশন : সাড়ে চারশ কোটি টাকার ময়লা-বাণিজ্য হাত বদল ◈ এবার ভয়ংকর সেই আয়নাঘর নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ নির্বাচনের সময় নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৪, ০৪:৩৪ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৪, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইলে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে  নিহত ১, আহত ৪ 

লিয়াকত হোসেন, মধুপুর (টাঙ্গাইল): [২] টাঙ্গাইলের মধুপুরে বাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি  সংঘর্ষে ১ জন নিহত ও অপর ৪জন গুরুতর আহত হয়েছেন। ১৫ জুলাই সোমবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার গোলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 

[৩]  এ দূর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন মির্জাপুরের মৃত শুকুর আলীর ছেলে আনোয়ার হোসেন (৬৫), আতহরা হলেন, নিহতের  স্ত্রী শাহনাজ বেগম (৫৫), ভাইয়ের বউ সেলিনা (৩৩), ভাইয়ের ছেলে সিফাত (৫), জামুরিয়া গ্রামের আজগরের ছেলে আবুল কালাম (৩৫) আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য  ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

[৪] স্থানীয়রা জানান, শেরপুর থেকে ছেড়ে আসা সিএনজি চালিত অটোরিক্সাটি মধুপুরের দিকে যাচ্ছিলেন। অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা মহাখালী ট্রাভেলস ঢাকা বাইপেল-জামালপুর নামক  (ঢাকা মেট্টো-ব-১২-১৯৪১) বাসটি জামালপুরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে বাস ও সিএনজি মধুপুর-জামালপুর আঞ্চলিক  মহাসড়কের গোলাবাড়ী (তাহের কনস্ট্রাকশন) এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। 

[৫] এ ঘটনায় ক্ষু্দ্ধ হয়ে স্থানীয়রা মধুপুর ও ধনবাড়ী আঞ্চলিক মহাসড়ক এক ঘন্টা ব্যাপি অবোরধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। 
 
[৬] মধুপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান বলেন, নিহতদের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়