শিরোনাম
◈ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে আধিপত্য নিয়ে দুই পক্ষ মুখোমুখি, আহত-২০ ◈ স্পেন-পর্তুগাল-ফ্রান্সে বিদ্যুৎ বিভ্রাট, স্থবির জনজীবন ◈ গ্যাস সংকটে শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত, দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ উদ্যোক্তারা ◈ তাইজুলের স্পিনে বাংলা‌দেশ ম্যাচে ফির‌লো, দিন শে‌ষে জিম্বাবু‌য়ে ২২৭/৯  ◈ পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি ◈ বাংলাদেশের জন্য কী রাখাইনের জন্য করিডর ঝুঁকি তৈরি করতে পারে? ◈ বজ্রপাতের সময় ঘরের ভেতরে থাকলেও যেসব বিষয়ে সতর্ক থাকবেন ◈ দেশে লাইসেন্স পেল স্টারলিংক ◈ নকশাবহির্ভূত সব রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল করলো ডিএসসিসি ◈ ঐকমত্য কমিশনের সহ-সভাপতির সাথে ইন্টারন্যাশনাল আইডিইএ পরিচালকের বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৪, ০৪:৪৮ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে পৃথক ঘটনায় ভবন থেকে পড়ে নারীসহ নিহত ২

মোস্তাফিজুর রহমান: [২] রাজধানীতে পৃথক ঘটনায় ভবন থেকে পড়ে নারীসহ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন, লালবাগে নারী শ্রমিক খায়রুন নেসা (৪৭) ও পল্লবীতে নির্মাণ শ্রমিক জাকারিয়া (১৮)। 

[৩] বৃহস্পতিবার (৪ জুলাই) সকালের ঘটনা দুটি ঘটে। তাদের সহকর্মীরা তাদের উদ্ধার করে এক ঘন্টার ব্যাবধানে আলাদাভাবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা-নিরিক্ষার পর পৌনে ১১টা ও পৌনে ১২ টায় দুজন’কে মৃত ঘোষণা করেন। 

[৪] সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 
বিষয় দুটি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। 

[৫] নারী শ্রমিক খায়রুন নেসা’র সহকর্মী নাদিম জানিয়েছেন, তারা লালবাগ থানার আজিমপুর সরকারী কলোনীর ৪র্থ তলা পুরাতন ভবনের ছাদ মেরামতের কাজ করার আগে পরিস্কার করছিলেন। এ সময় খাইরুন নেসা অসাবধানতাবসত পা পিচলে নিচে পড়ে যান। পড়ে হাসপাতালে নিয়ে আসা হয়। 

[৬] মাদারীপুর জেলার কালকিনি উপজেলার মৃত আবুল হোসেন এর স্ত্রী  খায়রুন নেসা। সবশেষ তিনি কামরাঙ্গীরচড় মাতবর বাজার হ্যারিকেন ফ্যাক্টরী গলিতে পরিবার নিয়ে থাকতেন। 

[৭] অপর দিকে, পল্লবী'র ১১ নম্বর সেকশনে এভিনিউ -৫, মদিনাবাগ এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ৩য় তলায় কাজ করার সময়ে রাজমিস্ত্রী হেলপার জাকারিয়া বিদুৎস্পৃষ্ট হয়ে পড়ে যায়। সেখান থেকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানিয়েছেন সহর্কমী মো. জালাল।

[৮] পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ভ্যানচালক নেছার উদ্দিন এর ছেলে জাকারিয়া। বর্তমানে মিরপুর ১১ নম্বর সেকশনের পুরবী এলাকায় পরিবারের সাথে থাকতো।

এমআর/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়