শিরোনাম
◈ বয়কটের ডাক বাংলাদেশি শিল্পীদের, বিজেপি নেতা যে বার্তা দিলেন জয়া-চঞ্চল ইস্যুতে ◈ আগামীকাল স্কুলে ভর্তির লটারি, যেভাবে দেখবেন ফলাফল  ◈ ইজতেমা নিয়ে সাদ ও জুবায়েরপন্থিদের বিরোধ চরমে, পাল্টাপাল্টি মামলা ◈ প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে নির্বাচন আয়োজন করতে প্রস্তুত ইসি ◈ ৯৫ দিন আত্মগোপনে থেকে যেভাবে দেশ ছাড়েন ওবায়দুল কাদের (ভিডিও) ◈ ভারতের পররাষ্ট্রনীতিতে বদল আনা দরকার: এস জয়শঙ্কর ◈ রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবন যাচ্ছেন না সমন্বয়করা, যা জানা গেল ◈ ব্যাংকের চাকরিতে প্রবেশে নতুন বয়সসীমা নির্ধারণ ◈ ভোট নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে সাধুবাদ জানাল বিএনপি ◈ এবার সারদায় ৪০তম বিসিএস এর প্রশিক্ষণরত ২৫ জন এএসপিকে শোকজ

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৩, ০৮:৩১ রাত
আপডেট : ০৪ অক্টোবর, ২০২৩, ০১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন মৃত্যু ১৩ জন, আক্রান্ত ২৭৯৯

ডেঙ্গু রোগীর পরিবারের সদস্যরাও সাতদিন পর্যন্ত আক্রান্তের ঝুঁকিতে থাকে

মাজহারুল মিচেল: [২] ডেঙ্গু রোগীর পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যরাও পরোক্ষভাবে নানান জটিলতায় পড়েন। তবে আক্রান্ত হওয়ার ঝুঁকিই বেশি। এ সময় এ ঝুঁকি এড়াতে অবশ্যই রোগীকে সার্বক্ষণিক মশারির নিচে থাকতে পরামর্শ দেন চিকিৎসকরা।

[৩] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) ড. শরফুদ্দিন আহ্মেদ জানান, ডেঙ্গু ছোয়াচে নয়। তবে এ সময় যদি অন্য কোন এডিস মশা রোগীর গায়ে কামড়িয়ে অন্য কোন ব্যক্তিকে কামড়ায় তাহলে সেও আক্রান্ত হবে। সেজন্য রোগীর পাশাপাশি অন্যান্যদেরও সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেন।

[৪] তিনি বলেন, সাধারণত একটি রোগীকে ভালো হতে প্রায় ৫ দিন সময় লাগে। তবে সাবধানতার জন্য আরও ২দিন অপেক্ষা করতে হয়।

[৫] স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮২ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২১১৭ জন। আর চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০ জনে।

[৬] বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ১৯৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৯৪০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ২৫৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

[৭] চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২ লাখ ১১ হাজার ৬৮৩  জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৫ হাজার ১৪০ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ২৬ হাজার ৫৪৩ জন।

[৮] আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১ হাজার ৪৫৫ জন। ঢাকায় ৮১ হাজার ৫৩৮ এবং ঢাকার বাইরে ১ লাখ ১৯ হাজার ৯১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়