মাজহারুল মিচেল: [২] ডেঙ্গু রোগীর পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যরাও পরোক্ষভাবে নানান জটিলতায় পড়েন। তবে আক্রান্ত হওয়ার ঝুঁকিই বেশি। এ সময় এ ঝুঁকি এড়াতে অবশ্যই রোগীকে সার্বক্ষণিক মশারির নিচে থাকতে পরামর্শ দেন চিকিৎসকরা।
[৩] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) ড. শরফুদ্দিন আহ্মেদ জানান, ডেঙ্গু ছোয়াচে নয়। তবে এ সময় যদি অন্য কোন এডিস মশা রোগীর গায়ে কামড়িয়ে অন্য কোন ব্যক্তিকে কামড়ায় তাহলে সেও আক্রান্ত হবে। সেজন্য রোগীর পাশাপাশি অন্যান্যদেরও সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেন।
[৪] তিনি বলেন, সাধারণত একটি রোগীকে ভালো হতে প্রায় ৫ দিন সময় লাগে। তবে সাবধানতার জন্য আরও ২দিন অপেক্ষা করতে হয়।
[৫] স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮২ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২১১৭ জন। আর চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০ জনে।
[৬] বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ১৯৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৯৪০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ২৫৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
[৭] চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২ লাখ ১১ হাজার ৬৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৫ হাজার ১৪০ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ২৬ হাজার ৫৪৩ জন।
[৮] আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১ হাজার ৪৫৫ জন। ঢাকায় ৮১ হাজার ৫৩৮ এবং ঢাকার বাইরে ১ লাখ ১৯ হাজার ৯১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সম্পাদনা: তারিক আল বান্না
আপনার মতামত লিখুন :