শিরোনাম
◈ ভুয়া মুক্তিযোদ্ধার ছড়াছড়ি, মন্ত্রণালয়ে অভিযোগের স্তূপ, সনদ ফেরত দিচ্ছেন অনেকে ◈ খাদ্য, পানি, ওষুধ বন্ধ, দু’ মাস ধরে গাজায় খাদ্য ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, সংকট চরমে ◈ চাঁদাবাজি, তদবির বাণিজ্য ও এনসিপির অর্থের উৎস নিয়ে যা জানালেন আখতার ◈ মেধাসম্পদের সর্বোত্তম ব্যবহারে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ এবার ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে যা বললেন ট্রাম্প ◈ বিএনপি, জামায়াত ও এনসিপির দৌড়ঝাঁপ, জোটের নানা হিসাব ◈ গভীর রা‌তে কোপা দেল রে’র ফাইনালে বার্সেলোনা ও রিয়া ল মা‌দ্রিদ মুখোমুখি ◈ তীব্র পানিসংকটে পটিয়া, ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধের সুপারিশ ◈ আসিফ নজরুলকে নিয়ে ভারতের বিভ্রান্তিকর প্রতিবেদন: আইন মন্ত্রণালয়ের প্রতিবাদ ও ব্যাখ্যা ◈ ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলি

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫, ০২:৫৬ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘরোয়া উপায়ে বাতের ব্যাথার সমাধান করুন

আপনি যদি আর্থ্রাইটিস ক্রনিক ও অটোইমিউনে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে আপনার শরীরের জয়েন্টে ব্যথা ও যন্ত্রণা শুরু হয়ে যায়। বাতের ব্যথা এতটাই কষ্টকর যে, দৈনন্দিন কাজকর্ম করতেও সমস্যা হয়। পেইনকিলার খেয়ে কিংবা পেইন রিলিফ জেল লাগিয়েও সুরাহা মেলে না। ডাক্তাররাও চেষ্টা করেন আর্থ্রাইটিসের উপসর্গকে নিয়ন্ত্রণে রাখার, বিশেষত ব্যথা-যন্ত্রণা কমানোর। জয়েন্ট শক্ত হয়ে হওয়া, জয়েন্ট ফুলে ওঠা, মারাত্মক ব্যথা ও যন্ত্রণা— এসব উপসর্গকে নিয়ন্ত্রণে রাখতে আপনি ঘরোয়া টোটকার সাহায্য নিতে পারেন। বেশ কিছু ভেষজ উপাদান রয়েছে, যা বাতের ব্যথাকে নিয়ন্ত্রণে রাখতে পারে।  এই যেমন—

হলুদ: ‘গোল্ডেন’ মসলা বলে হলুদকে। এর মধ্যে থাকা কারকিউমিন যৌগ, দেহে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান হিসেবে কাজ করে। এটি জয়েন্টের প্রদাহ কমায়। জয়েন্টের ব্যথা-যন্ত্রণা, ফোলা ভাব কমাতে প্রতিদিন ডায়েটে হলুদ রাখুন। হলুদ মেশানো দুধ, চা ইত্যাদি খেতে পারেন। 

আদা: একাধিক শারীরিক জটিলতা এড়াতে আদা একাই একশ। এই শারীরিক জটিলতার মধ্যে বাতের ব্যথাও রয়েছে। এই ভেষজেও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। আর্থ্রাইটিসের কষ্ট কমাতে পারে আদা। ব্যথা, ফোলা ভাব ও প্রদাহ থেকে মুক্তি দেয় আদা। প্রতিদিন খাবারে আদা ব্যবহার করুন। এ ছাড়া গাঁটের ওপর আদার তেল মালিশ করতে পারেন।

অ্যালোভেরা: অ্যালোভেরার মধ্যেও রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। গাঁটের ব্যথা-যন্ত্রণা ও ফোলা ভাব কমায় এই ভেষজ। শরীরের যে অংশে যন্ত্রণা হচ্ছে, তার ওপর অ্যালোভেরা জেল মালিশ করতে পারেন। আরাম পাবেন। এ ছাড়া প্রতিদিন সকালে খালি পেটে অ্যালোভেরার রস পান করুন। এই পানীয় শরীরের ক্ষত নিরাময়ে সাহায্য করে এবং ডিটক্সিফিকেশনের কাজ করে।
 
গ্রিন টি : অ্যালোভেরার রসের মতো গ্রিন টি-ও খেতে পারেন। জয়েন্টের প্রদাহ কমাতে গ্রিন টির জুড়ি মেলা ভার। এই চায়ের মধ্যে অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। বাতের ব্যথা কমানোর পাশাপাশি হাড়ের স্বাস্থ্য উন্নত করে এই পানীয়। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়