শিরোনাম
◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে  ◈ আবারও যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিলো হাজার হাজার মানুষ

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০৪ বিকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুধু কি মিষ্টি খেলেই ডায়াবেটিস হয়?

বর্তমান বিশ্বে মাথাব্যথার বিষয় হয়ে দাঁড়িয়েছে ডায়াবেটিস। বয়স বাড়লেই যে ডায়াবেটিস হবে, এই ধারণা থেকে বের হওয়ার সময় এসে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, তরুণদের মধ্যেও এই রোগ দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে। তবে ডায়াবেটিস রয়েছে শুনলেই অনেকের মনে যে প্রশ্নটা সহজেই আসতে পারে, সেটি হচ্ছে ‘আমি তো এত মিষ্টি খাই না! তাহলে কি ডায়াবেটিস হতে পারে?’ এই ধারণা দু-একজনের নয়।

একটা বড় অংশই এমনটা মনে করেন, শুধু মিষ্টি খেলেই কি ডায়াবেটিস হবে?

এই ধারণাকে ভুল বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, টাইপ-২ ডায়াবেটিস রয়েছে, এমন অনেকেই দ্বিধায় ভোগেন যে কিভাবে তাদের টাইপ-২ ডায়াবেটিস হলো। রক্তে শর্করার পরিমাণ থাকলে সেটি টাইপ-২ ডায়াবেটিসের উপসর্গ। তার মানে এই নয়, কেউ অতিরিক্ত মিষ্টি খাবার খান বলেই টাইপ-২ ডায়াবেটিস হয়ে থাকে।

 পুষ্টিবিদদের মতে, টাইপ-২ ডায়াবেটিসের মূল শত্রু ইনসুলিন প্রতিরোধ। ইনসুলিন প্রতিরোধের কারণে লিভারে ফ্যাটি এসিড তৈরি হতে থাকে। পাশাপাশি মাংসপেশির কোষেও সমস্যা তৈরি হয়। ফলে সক্রিয়ভাবে রক্ত থেকে গ্লুকোজকে কোষ অবধি পৌঁছে দিতে পারে না।

ইনসুলিন প্রতিরোধের তিন প্রধান কারণ, বিশৃঙ্খল জীবনযাপন, অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার ও অতিরিক্ত ক্যালরি গ্রহণ করা।
সূত্র : টিভি ৯ বাংলা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়