শিরোনাম
◈ মানুষ দ্রুত সংস্কার চায়, তাহলে আমরা এ বছরের শেষ নাগাদ নির্বাচন করার লক্ষ্য নিয়েছি : প্রধান উপদেষ্টা  ◈ পতেঙ্গার পর মাতারবাড়ী বন্দর পরিচালনায় আগ্রহী সৌদি  আরবের কোম্পানি ◈ ৩১ তারিখের মধ্যে দাবি আদায় না হলে সারাদেশে কর্মসূচি দেওয়ার  হুঁশিয়ারি শিক্ষকদের (ভিডিও) ◈ রাজনৈতিক দল গঠন করতে চাইলে সরকারের অংশ থেকে বের হয়ে যাবো : নাহিদ ইসলাম (ভিডিও) ◈ খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা ◈ ভোটাধিকার নিয়ে ফেসবুক পোস্টে যে বার্তা দিলেন তারেক রহমান ◈ আমরা গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকতে চাই: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ জাতিকে সামনে এগিয়ে নিতে সীসাঢালা প্রাচীরের ঐক্য লাগবে : জামায়াত আমীর  ◈ শিক্ষকদের প্রথম শ্রেণির অন্তর্ভুক্ত করতে হবে : নুরুল হক নুর (ভিডিও) ◈ সিসিটিভিতে ‌‘অন্য কেউ’- সাইফ হামলায় অভিযুক্তের বাবার দাবিতে দানা বাঁধছে রহস‍্য

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৫, ০৬:২৩ বিকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মা–বাবার বিচ্ছেদে সন্তানের স্ট্রোকের ঝুঁকি বাড়ে ৬১ শতাংশ: গবেষণা

মা–বাবার বিচ্ছেদ শিশুদের শরীরে স্থায়ীভাবে উচ্চ স্ট্রেস হরমোনের মাত্রা বৃদ্ধি করতে পারে। ছবি: উইসডম প্রফেশনাল কাউন্সেলিং

শিশুর শারীরিক ও মানসিক বিকাশে পরিবারের ভূমিকা অপরিসীম। পরিবার থেকেই প্রথম ভালোবাসা, নিরাপত্তা এবং যত্ন পায় তারা। তবে, প্রতিটি পরিবার একরকম নয়। অনেক পরিবারে মা–বাবার সম্পর্ক ভেঙে যায় এবং এই বিচ্ছেদের প্রভাব শিশুদের ওপর দীর্ঘকাল ধরে পড়তে পারে। শৈশবকালে মা–বাবার বিচ্ছেদের ফলে পরবর্তীকালে সন্তানের স্ট্রোকের ঝুঁকি ৬১ শতাংশ বেড়ে যায়। যুক্তরাষ্ট্রের নতুন গবেষণায় এমন চাঞ্চল্যকর তথ্য জানা যায়।

এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন ইউনিভার্সিটির অব টরন্টো ও অন্য প্রতিষ্ঠানের গবেষকেরা। গবেষণায় ৬৫ বছরের বেশি বয়সী ১৩ হাজার ২০৫ জন ব্যক্তিদের স্বাস্থ্যগত তথ্য বিশ্লেষণ করা হয়। এ তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বিচ্ছিন্ন পরিবারের প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রতি ৯ জনে ১ জন স্ট্রোকের শিকার হয়েছেন। অপর দিকে যাদের মা–বাবা সব সময় একসঙ্গে থাকতেন, তাদের স্ট্রোকের ঝুঁকি অনেক কম। এই ধরনের প্রাপ্তবয়স্কদের প্রতি ১৫ জনে ১ জন স্ট্রোকের শিকার হয়েছেন।

তবে উল্লেখযোগ্য বিষয় হলো—অন্যান্য পরিচিত স্ট্রোকের কারণ, যেমন—ধূমপান, ডায়াবেটিস ও বিষণ্নতা ধরে এই বাড়তি ঝুঁকি হিসেব করলেও তা কমে যায়নি।

ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আরলিংটনের সহযোগী অধ্যাপক ফিলিপ বেইডেন বলেন, গবেষণায় দেখা গেছে যে শৈশবকালে নির্যাতনের শিকার না হলেও এবং একজন অভিভাবক (বাবা বা মা) থাকলেও পিতামাতার বিচ্ছেদের ফলে সন্তানদের স্ট্রোকের ঝুঁকি বাড়ে।

গবেষণায় বলা হয়েছে, বিচ্ছিন্ন পরিবারে বেড়ে ওঠা শিশুরা দীর্ঘমেয়াদি মানসিক চাপের শিকার হয়, যা তাদের শারীরিক স্বাস্থ্যের ওপরও খারাপ প্রভাব ফেলে।

গবেষণার সিনিয়র লেখক এস্মে ফুলার-থমসন জানান, মা–বাবার বিচ্ছেদ শিশুদের শরীরে স্থায়ীভাবে উচ্চ স্ট্রেস হরমোনের মাত্রা বৃদ্ধি করতে পারে, যা মস্তিষ্কের উন্নয়ন এবং স্ট্রেস রেসপন্স সিস্টেমকে প্রভাবিত করতে পারে। এর ফলে দীর্ঘ মেয়াদে শারীরিক অসুস্থতা সৃষ্টি হয়। এই শারীরিক সমস্যা যেমন উচ্চ রক্তচাপ এবং অনিদ্রা, তা স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।

তবে শৈশবকালীন প্রতিকূল পরিস্থিতির (যেমন—মানসিক ও শারীরিক নির্যাতন বা মা–বাবার কলহ) সঙ্গে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাওয়ার কোনো উল্লেখযোগ্য প্রমাণ গবেষণায় পাওয়া যায়নি। এই বিশেষত্বই বিচ্ছেদ এবং স্ট্রোকের মধ্যে সম্পর্ককে আরও বেশি চমকপ্রদ করে তোলে।

গবেষণাটি প্লস ওয়ান জার্নালে প্রকাশিত হয়। এটি এক দশক আগের আরেক গবেষণার ফলাফল পুনরায় নতুনভাবে উপস্থাপন করেছে। এই ধরনের ধারাবাহিক ফলাফল শিশুদের ওপর পারিবারিক অভিজ্ঞতার দীর্ঘমেয়াদি প্রভাবকে স্পষ্ট করে।

গবেষণার প্রথম লেখক মেরি কেট শিলকে বলেন, এই ফলাফলগুলো নিশ্চিত হলে পারিবারিক ইতিহাস থেকে তথ্য নিয়ে ব্যবহার করে স্ট্রোক প্রতিরোধ এবং স্বাস্থ্যবিষয়ক শিক্ষা উন্নত করতে পারবেন চিকিৎসকেরা।

এই গবেষণা শিশুদের পারিবারিক অভিজ্ঞতা এবং প্রাপ্তবয়স্কদের স্বাস্থ্যের মধ্যে জটিল সম্পর্ককে তুলে ধরে। শৈশবের অভিজ্ঞতাগুলো নীরবে ভবিষ্যতের সুস্থতা গড়ে তোলে তা এই গবেষণা থেকে জানা যায়। সূত্র : আজকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়