শিরোনাম
◈ নির্বাচনের মাঠে কোন দল কী অবস্থানে ◈ শাপলা চত্বর ও গণজাগরণ মঞ্চ নিয়ে প্রেস সচিব শফিকুল আলমের স্ট্যাটাস ◈ তৃতীয় ধাপে প্রাথমিকে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা ◈ সংশোধিত এডিপি অনুমোদন, ব্যয় কমল ৪৯ হাজার কোটি টাকা ◈ বাংলাদেশে প্রতিশোধমূলক সহিংসতা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতিসংঘের প্রতিবেদন: ফলকার টুর্ক ◈ রমজানের শুভেচ্ছা বার্তায় যা বললেন ট্রাম্প ◈ সাংবাদিক জিল্লুর রহমানের অভিযোগের জবাব দিলেন হাসনাত আব্দুল্লাহ ◈ নুরুল হক নুরের নতুন দলে যোগ দেওয়া প্রসঙ্গ, যা বলল গণ অধিকার পরিষদ ◈ কমেছে বৈদেশিক বিনিয়োগ, অভ্যন্তরীণ সমস্যাকেই দায়ী করছেন ব্যবসায়ীরা ◈ মজুদকৃত প্রায় ১২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৪, ১২:৩৯ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যাম্বুলেন্স থেকে টোল না নেওয়ার নির্দেশ

রোগী বহনকারী অ্যাম্বুলেন্স থেকে টোল না নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১২ আগস্ট) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মনির উদ্দিন।

এর আগে, এ আইনজীবী সারা দেশের সড়ক, মহাসড়ক, সেতু, ফ্লাইওভার টানেল, ফেরি ও এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স থেকে টোল না নিতে আবেদন করেন। সেই আবেদনে সাড়া না পাওয়ায় রিট দায়ের করেন তিনি। 

রিট আবেদনে বলা হয়, অ্যাম্বুলেন্স থামিয়ে টোল আদায়ে যে সময় নষ্ট হয়, তাতে রোগী হাসপাতালে নেওয়ার আগে মারা যাচ্ছে। আবার টোল প্লাজায় আটকা পড়ে অ্যাম্বুলেন্স রোগীর কাছে যাওয়ার আগেই মারা যাচ্ছে।

অথচ স্বাস্থ্য মন্ত্রণালয় নাগরিকের স্বাস্থ্যসুরক্ষা এবং জীবন বাঁচানোর জন্য হাসপাতালগুলোতে হাজার হাজার কোটি টাকা খরচ করছে।

এদিকে অ্যাম্বুলেন্স থেকে টোল আদায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্দেশের সঙ্গে সাংঘর্ষিক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভুল সিদ্ধান্তের কারণে মানুষের জীবন, অর্থের ক্ষতি হচ্ছে।

অ্যাম্বুলেন্স থামিয়ে টোল নেওয়ার বিষয়ে রিট আবেদনে আরও বলা হয়, অ্যাম্বুলেন্স থামিয়ে টোল আদায় করা হচ্ছে এ আধুনিক সভ্যসমাজের জন্য অমানবিক ও মানবতাবিরোধী অপরাধের সমান। একজন অসুস্থ রোগীর জন্য প্রতি সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়