শিরোনাম
◈ ‘ভাড়াটে’ অ্যাকাউন্ট ব্যবহার করছে আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্র ◈ দেশে ফেরা নিয়ে যা বললেন জায়েদ খান ◈ অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে: আইন উপদেষ্টা ◈ শিশুদের খেলনায় বিষাক্ত সিসা, ঝুঁকিতে ভবিষ্যৎ প্রজন্ম : এসডো’র গবেষণা ◈ পুঁজি হারিয়ে রাস্তাপথে বিনিয়োগকারীরা, কেন পতন ঠেকানো যাচ্ছে না?  ◈ মেডিকেল কলেজের শ্রেণিকক্ষে লাঠি হাতে ঢুকে পড়া সেই যুবক কিশোরগঞ্জে আটক ◈ তৃতীয় বিশ্বযুদ্ধের খুবই কাছে রয়েছে বিশ্ব: ট্রাম্প ◈ ঢাকায় মানবাধিকার অফিস খুলতে চায় জাতিসংঘ : সমকামিতা প্রসারের আশঙ্কা ◈ পটুয়াখালী-৩ আসনে নুরকে সহযোগিতার নির্দেশ বিএনপির, যা বললেন গোলাম মাওলা রনি ◈ আ.লীগসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে রিট প্রত্যাহার

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৪, ০৪:২৩ দুপুর
আপডেট : ২২ অক্টোবর, ২০২৪, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলতি বছর জানুয়ারি থেকে ২৯ জুলাই পর্যন্ত

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত ৫৯৯৪, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৩০১জন

শাহীন খন্দকার: [২] স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম এমআইএস ও ইনচার্জ ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম জানিয়েছেন, গত এক সপ্তাহে দেশে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন।

[৩] চলতি বছর জানুয়ারি থেকে ২৯ জুলাই পর্যন্ত আক্রান্ত হয়েছেন, ৫ হাজার ৯৯৪ জন আর মৃত্যু হয়েছে ৫৫ জনের। সেই সঙ্গে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন, সর্বমোট ৫ হাজার ৩০১ জন। এদিকে রোববার ও সোমবার দুই দিনে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৯৮ জন। মারা গেছেন দুইজন।

[৪] সোমবার (২৯ জুলাই) ডেঙ্গুতে সারাদেশে আক্রান্ত হয়েছে ২২৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক তথ্যে জানা গেছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ২২৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

[৫] আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৯ জন, বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৪ জন, ঢাকা বিভাগের বাইরে ৬ জন আর ঢাকা দুই সিটি কর্পোরেশনের ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৬ জন। খুলনা বিভাগের বাইরে ১২ জন, ময়মনসিংহ বিভাগের বাহিরে ২ জন, রাজশাহী বিভাগের বাইরে ৩ জন এবং রংপুর বিভাগের বাইরে ২ জন আক্রান্ত।

[৬] গত সোমবার ২৪ ঘণ্টায় দেশে মোট ১৪৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট ৫ হাজার ৩০১ জন ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘন্টায় নারী ৩১ দশমিক ৬ শতাংশ আক্রান্ত আর পুরুষ ৬৮ দশমিক ৪ শতাংশ আক্রান্ত হয়েছেন।

[৭] চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৫ জন। এর মধ্যে নারী ৫০ দশমিক ৯ শতাংশ এবং পুরুষ ৪৯ দশমিক ১ শতাংশ ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।

[৮] ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। সম্পাদনা: রাশিদ

এসকে/আরআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়