শিরোনাম
◈ গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রকাশ্যে, যা জানাগেল ◈ বিসিবি ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়াচ্ছে ◈ খালেদা জিয়া আগের যে কোনও সময়ের চেয়ে অনেক ভালো আছেন : ডা. জাহিদ হোসেন ◈ নির্বাচনের মাঠে কোন দল কী অবস্থানে ◈ শাপলা চত্বর ও গণজাগরণ মঞ্চ নিয়ে প্রেস সচিব শফিকুল আলমের স্ট্যাটাস ◈ তৃতীয় ধাপে প্রাথমিকে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা ◈ সংশোধিত এডিপি অনুমোদন, ব্যয় কমল ৪৯ হাজার কোটি টাকা ◈ বাংলাদেশে প্রতিশোধমূলক সহিংসতা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতিসংঘের প্রতিবেদন: ফলকার টুর্ক ◈ রমজানের শুভেচ্ছা বার্তায় যা বললেন ট্রাম্প ◈ সাংবাদিক জিল্লুর রহমানের অভিযোগের জবাব দিলেন হাসনাত আব্দুল্লাহ

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৪, ০১:২০ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত ৫৯৯৪, হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৩০১ জন

শাহীন খন্দকার: [২] স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম এমআইএস  ও ইনচার্জ ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম জানিয়েছেন, গত এক সপ্তাহে দেশে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন।

[৩] চলতি বছর জানুয়ারি থেকে ২৯ জুলাই পর্যন্ত আক্রান্ত হয়েছেন, ৫ হাজার ৯৯৪ জন আর মৃত্যু হয়েছে ৫৫ জনের। সেই সঙ্গে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন, সর্বমোট ৫ হাজার ৩০১ জন। এদিকে রোববার ও সোমবার দুই দিনে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৯৮ জন। মারা গেছেন দুইজন।

[৪] সোমবার (২৯ জুলাই) ডেঙ্গুতে সারাদেশে আক্রান্ত হয়েছে ২২৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক তথ্যে জানাগেছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ২২৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

[৫] আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৯ জন, বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৪ জন,ঢাকা বিভাগের বাইরে ৬ জন আর ঢাকা দুই  সিটি কর্পোরেশনের ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৬ জন। খুলনা বিভাগের বাইরে ১২ জন, ময়মনসিংহ বিভাগের বাহিরে ২ জন, রাজশাহী বিভাগের বাইরে ৩ জন এবং রংপুর বিভাগের বাইরে ২ জন আক্রান্ত।

[৬] গত সোমবার ২৪ ঘণ্টায় দেশে মোট ১৪৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট ৫ হাজার ৩০১ জন ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘন্টায় নারী ৩১ দশমিক ৬ শতাংশ আক্রান্ত আর পুরুষ ৬৮ দশমিক ৪ শতাংশ আক্রান্ত হয়েছেন।

[৭] চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৫ জন। এর মধ্যে নারী ৫০ দশমিক ৯ শতাংশ এবং পুরুষ ৪৯ দশমিক ১ শতাংশ  ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।

[৮]২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। সম্পাদনা: রাশিদ

আর/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়