শিরোনাম
◈ যৌথবাহিনীর অভিযান: ফেনীতে অস্ত্রসহ আটক ৪ ◈ আমেরিকায় একান্ত বৈঠক হবে না মোদী-ইউনূসের : আনন্দবাজার পত্রিকা অনলাই ◈ ওয়াকি–টকি বিস্ফোরণে লেবাননে এবার নিহত ১৪, আহত ৪৫০ ◈ কমিশন থেকে সরে গেলেও যুক্ত থাকবেন শাহদীন মালিক ! ◈ শেখ হাসিনা সরকার রেখে গেছে ১০ লাখ কোটি টাকার বিদেশি ঋণ : কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন ◈ কী হয়েছিল এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায়? যা জানা গেল ভাইরাল সেই ভিডিওটির সম্পর্কে (ভিডিও) ◈ বিকেলে গণপিটুনি, রাতে জাবির সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু  ◈ আন্দোলনে নিহতদের পরিবার পাবে ৫ লাখ, আহতরা ১ লাখ ◈ প্রধান বিচারপতি যে ১২ নির্দেশনা দিলেন ◈ সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থেকে বাদাম বেঁচে খেলেও ভালো করতাম : রিমান্ডে যুবলীগ নেতা

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৪, ০৭:২০ বিকাল
আপডেট : ২৬ জুলাই, ২০২৪, ০১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪০ জন চিকিৎসাধীন 

শাহীন খন্দকার: [১] রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় গত কয়েকদিনের সহিংসতার ঘটনায়  আহত হয়ে বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন, তাদের মধ্যে কয়েকজনের আশঙ্কাজনক অবস্থায় আইসিইউ ও এইচডিইউতে ভর্তি  আছেন। 

[২] বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাজধানীসহ সারাদেশে গত কয়েকদিনের সহিংসতায় এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগী ২৪০ জন।

[৩] এদের মধ্যে অনেই ধীরে ধীরে অনেক রোগী সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এসময়ে মৃত্যুর সংখ্যা জানতে চাইলে তিনি বলেন, গত মঙ্গলবার যেটা বলেছি ৬০ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল, তাদের চিকিৎসকরা নিয়মানুযায়ী মৃত ঘোষণা করেন। 

[৪]এছাড়া ১৯ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া পরবর্তীতে কয়েকজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেলেও এ হিসাব এখনো হাতে আসেনি। 

[৫] ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ সূত্রে জানা গেছে, সহিংসতার ঘটনায় গত মঙ্গলবার একজনের মৃতদেহের পাশাপাশি তিনজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে ।সম্পাদনা: সমর চক্রবর্তী

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়