শিরোনাম
◈ আলোচিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়াই এখন অগ্রাধিকার: চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা নিয়ে ‘ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর' ◈ স্ক্যানিং ছাড়াই চলছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য! ◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৪, ০৯:১০ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনেক জেলা উপজেলায় সামগ্রীর ঘাটতি  

দেশে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার কমছে

মোস্তাকিম স্বাধীন: [৩.১] মোহাম্মদ শরিফুলের বাড়ি কিশোরগঞ্জ। থাকেন ঢাকার মিরপুরের রূপনগর বস্তিতে। সংসারে ৩ মেয়ে। তার স্ত্রী বাসাবাড়িতে কাজ করেন। শরিফুল রিকশা চালিয়ে ঢাকায় সংসার চালান। তাকে জিজ্ঞাসা করা হয়েছিলো, কী পদ্ধতি ব্যবহার করেন? উত্তরে মৃদু হেসে বললেন, আমি কোনো পদ্ধতি ব্যবহার করিনা। আগের চেয়ে এগুলোর দাম বেশি হয়ে গেছে। আল্লাহর ওপর ভরসা করে সংসার চালাই। 

[৩.২] শরীফুল আরো বলছিলেন, ‘গ্রামে থাকতে হাসাপাতাল থেকে  কনডম ফ্রি পাইতাম। এখানে স্বাস্থ্য ক্লিনিকে পাওয়া যায় কিন্তু দূরত্বের কারণে যাওয়া হয়না’। 

[৪] শরিফুলের মতো পরিবার পরিকল্পনার প্রতি অনীহা রয়েছে এমন মানুষের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে কেবলমাত্র সচেতন ও শিক্ষিত বিবাহিতরাই ভাবছেন। অসচেতন ও নিম্নবিত্ত মানুষেরা তেমন ভাবেন না। এমনটাই বলছিলেন একটি বেসরকারি কলেজের শিক্ষক আসলাম উদ্দিন পাটোয়ারি । 

[৫] ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যা বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ মইনুল ইসলাম বলেন, দেশের মোট জনগোষ্ঠীর বড় অংশই নারী। কিন্তু আমাদের দেশে পরিবার পরিকল্পনায় সাফল্য থাকলেও  বাল্যবিয়ে এবং কিশোরী গর্ভধারণে এখনো শীর্ষে বাংলাদেশ। জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ না করার কারণে অল্প বয়সে অনাকাক্সিক্ষত গর্ভধারণের সংখ্যা বাড়ছে। তিনি বলেন, আমাদের লক্ষ্য ছিলো জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার ৭২ শতাংশে নিয়ে যাওয়া, কিন্তু পারিনি। ২০১৬ সাল পর্যন্ত দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচি ও পরিস্থিতি ভালো ছিলো । (সময়ের আলো) 

[৬] মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা বলেছেন, দেশের জনসংখ্যাকে নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে অনেক সমস্যা রয়েছে। জেলা-উপজেলাতে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সংকট চলছে। এমনটা চলতে থাকলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বড় বাধা আসতে পারে।

[৭] পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (আইইএম ) ও লাইন ডিরেক্টর মীর সাজেদুর রহমান বলেন, পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের হার বৃদ্ধি ও জনসংখ্যা বৃদ্ধির হার যৌক্তিক পর্যায়ে রাখা,পরিকল্পিত পরিবার গঠন এবং প্রসব পরবর্তী সেবাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে সরকার । সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়