শিরোনাম
◈ আর্মি সার্ভিস কোরের ৪৩তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত ◈ সেনাবাহিনী এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা-২০২৪ সমাপ্ত ◈ এবার আওয়ামী লীগ নেতাদের ক্ষমা চাইতে বললেন সিদ্দিকী নাজমুল আলম ◈ সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশে ৭ দিনে ৬৮০ নোটিশ, ১৪৭মামলা, ৪৯ গ্রেপ্তার ◈ অপরাধের কারণে কারো বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট ◈ ভোরে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে মুখোমুখি ◈ চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায়! ইউটিউবে ভারতীয় চ্যানেলে ভয়ঙ্কর অপপ্রচার!!(ভিডিও) ◈ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী পশ্চিমবঙ্গে গ্রেফতার ◈ ‌‘আমার সঙ্গে আফ্রিদির কথা হয়েছে, ব্যস্ততার কারণে যেতে পারিনি’ ◈ আলোচিত সব সংস্কার প্রস্তাব বিএনপির ৩১ দফায় আছে: তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৪, ০৬:২৯ বিকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০২৪, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএসএমএমইউতে উদযাপিত হলো লিভার উৎসব 

ভূঁইয়া আশিক রহমান: [২] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের অডিটোরিয়ামে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। 

[৩] অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা এমপি। প্রধান অতিথি তার বক্তব্যে দেশের লিভার চিকিৎসার প্রসার ও গবেষণায় অল্প সময়ে ডিভিশনটি যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তার প্রশংসা করেন। অনুষ্ঠান উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে ভাইস চ্যান্সেলর লিভারসহ চিকিৎসা বিজ্ঞান গবেষণায় তার নেতৃত্বে এই বিশ্ববিদ্যালয় সামনের দিনগুলোতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

[৪] বিএসএমএমইউ লিভার উৎসবে কিউবা, জাপান, ভারত ও তুরস্ক থেকে বেশ কয়েকজন লিভার বিশেষজ্ঞ ও চিকিৎসাবিজ্ঞানী অংশ গ্রহণ করেন। এছাড়া সারাদেশ থেকে লিভার বিশেষজ্ঞ, ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ও হেপাটোবিলিয়ারি সার্জনরা উৎসবে যোগ দেন। উৎসবের ফ্যাকাল্টি এবং অংশগ্রহণকারীদের মধ্যে আরো ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা কাউন্সিল এবং ন্যাশনাল ইন্সিটিউট অব বায়োটেকনোলোজির শিক্ষক ও গবেষকবৃন্দ।

[৫] অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ ও বিজ্ঞানী অধ্যাপক ড. জাফর ইকবাল, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ, এসোসিয়েশন ফর দ্য স্টাডি অব লিভার ডিজিজেজ বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. সেলিমুর রহমান এবং কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. এজাজুল হক। এর আগে ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রতিষ্ঠাতা প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

[৬] উৎসবে নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখা ও বিশেষ কৃতিত্ব অর্জন করায় কয়েকজন লিভার বিশেষজ্ঞকেও ডিভিশনটির পক্ষ থেকে সম্মানিত করা হয়। বিজ্ঞান গবেষণায় অবদান রাখায় কিউবার সরকার কর্তৃক ‘অর্ডার, কার্লোস জে. ফিনলে’ প্রাপ্তির জন্য ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর, ইন্টারভেনশনে অবদান রাখায় অধ্যাপক ডা. সেলিমুর রহমান, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্তিতে অধ্যাপক ডা. মো. এজাজুল হক, সাউথ এশিয়ান এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব দ্যা লিভার’স ইউমেন ইন হেপাটোলজির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ডা. রোকসানা বেগম এবং স্বাধিনতা চিকিৎসক পরিষদ, পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হওয়ায় ডা. বিপ্লব কুমার সাহাকে সম্মাননা জানানো হয়।
 
[৭] তৃতীয় বিএসএমএমইউ লিভার উৎসব উপলক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী প্রদান করেছেন। মহামান্য রাষ্ট্রপতি তার বাণীতে লিভারের বিভিন্ন রোগের ব্যয়বহুল ও জটিল চিকিৎসাসমূহ এই ডিভিশনের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেন।

[৮] মাননীয় প্রধানমন্ত্রী তার বাণীতে লিভার রোগসহ অন্যান্য রোগের বিষেশায়িত চিকিৎসাসেবার উন্নয়নের তার সরকারের গৃহীত কর্মসূচিগুলোর কথা উল্লেখ্য করে এদেশে লিভারের আধুনিক চিকিৎসাপদ্ধতিগুলো প্রচলনে দেশের লিভার বিশেষজ্ঞ এবং এই ডিভিশনের চিকিৎসকদের প্রশংসা করেন পাশাপাশি তিনি ন্যাসভ্যাকসহ চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় এই ডিভিশনের চিকিৎসকরা যে ভূমিকা রাখছেন, সেই বিষয়গুলো তার বাণীতে তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন যে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা নিশ্চয়ই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ অর্জনে সক্ষম হব। মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী দুজনই তাদের নিজ নিজ বাণীতে ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

[৯] প্রতিষ্ঠার পর থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনটি লিভার চিকিৎসায় সর্বাধুনিক ইন্টারভেনশনগুলোর প্রচলন করেছে। এরই মধ্যে ডিভিশিনটিতে লিভার সিরোসিসের চিকিৎসায় হেপাটিক ভেনাস প্রেশার গ্রেডিয়েন্ট ও ট্রান্সজুগুলার ইন্ট্রাহেপাটিক পোর্টোসিস্টেমিক শান্ট (টিপস), লিভার ফেইলিওরের জন্য মুজিব প্রটোকল (প্লাজমা এক্সচেঞ্জ) ও লিভার ডায়ালাইসিস (হেমোফিলট্রেশন) এবং লিভার ক্যান্সারের চিকিৎসায় রেডিওফ্রিকুয়েন্সি এব্লেশন (আরএফএ), ট্রান্সআর্টারিয়াল কেমোএম্বোলাইজেশন (টেইস) ও ইমিউনথেরাপি চালু করা হয়েছে।

[১০] ডিভিশনটিতে পাশপাশি লিভার বিষয়ক গুরুত্বপূর্ণ গবেষণা কার্যক্রমও পরিচালিত হচ্ছে। এখানে বাংলাদেশ, কিউবা ও জাপানের চিকিৎসা বিজ্ঞানীদের যৌথ উদ্ভাবিত হেপাটাইটিস বি’র নতুন ওষুধ ন্যাসভ্যাকের একটি ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন হয়েছে। লিভার ক্যান্সার চিকিৎসায়ও ডিভিশনটিতে একাধিক গবেষণা বর্তমানে চালু রয়েছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা কাউন্সিল এবং ন্যাশনাল ইন্সিটিউট অব বায়োটেকনোলোজির গবেষকদের সাথে যৌথভাবে ডিভিশনটিতে ফ্যাটি লিভার, লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারের চিকিৎসার নানারকম দেশীয় ভেষজ ওষুধ ও প্রোবায়োটিকের গবেষনা কার্যক্রম চলমান রয়েছে। অদূর ভবিষ্যতে এখানে ট্রান্সপ্ল্যান্ট হেপাটোলজির উপর একটি ফেলোশিপ প্রোগ্রাম চালু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ইতিমধ্যেই এ বিষয়ে অনুমোদন প্রদান করেছেন।

[১২] ২০২১ সালের ৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক আদেশবলে এই ডিভিশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়