শিরোনাম
◈ বাংলাদেশ রেলওয়ের সঙ্গে ভবিষ্যতে কাজের আশ্বাস জাপান রাষ্ট্রদূতের ◈ নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেপ্তার হওয়া সিয়ামকে ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি ◈ অবৈধ টাকায় ভোগ-বিলাস এখন ফ্যাশন, এর উৎস কেউ জানতে চায় না: প্রধান বিচারপতি ◈ আগের কোটা আন্দোলনের ৩১ নেতা বিসিএসে উত্তীর্ণ হতে পারেনি: ওবায়দুল কাদের  ◈ পিএসসির প্রশ্নফাঁসের ঘটনায় সেই আবেদ আলী ও তার ছেলেসহ গ্রেপ্তার ১৭  ◈ নরসিংদীর রেললাইনে ৫ জনের  ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার, দেখতে গিয়ে আরেকজনের মৃত্যু ◈ ‘কোটা আন্দোলন চলবে’ ঘোষণা দিয়ে সাইন্সল্যাব ছাড়লেন শিক্ষার্থীরা ◈ কোটা আন্দোলনকারীদের ৬৫ সদস্যের সমন্বয় কমিটি গঠন ◈ রথযাত্রায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা মির্জা ফখরুলের ◈ বেগম খালেদা জিয়ার জীবন হুমকির মুখে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২২ জুন, ২০২৪, ১১:০৮ রাত
আপডেট : ২৩ জুন, ২০২৪, ০৫:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বর্ষার শুরুতেই ফাঁকা ঢাকা, ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা

সালেহ ইমরান: [২] শুরু হয়েছে ডেঙ্গুর পিক টাইম। বর্ষার শুরু থেকেই ভয়াবহ হয়ে ওঠে এডিস মশার বিস্তার। আর ঠিক এই সময়ে ঈদের ছুটিতে ঢাকা মহানগরী টানা ৫-৭ দিনের জন্য ফাঁকা থাকায় এডিসের লার্ভা ছড়ানোর ঝুঁকি অনেক বেড়েছে। অনেক নির্মাণাধীন ভবন, ফাঁকা বাড়ি, অফিসপাড়া ও শিক্ষা প্রতিষ্ঠানে এডিস মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। (বিডিনিউজ ২১-০৬-২০২৪) 

[৩] এ বছর ডেঙ্গু নিয়ে আগে থেকেই বাড়তি সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্ত ও মৃত্যু দুটোই গত বছরের রেকর্ডকে ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশে ২০০০ থেকে ২০২২ পর্যন্ত ২৩ বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে প্রায় আড়াই লাখ মানুষ। আর শুধুমাত্র ২০২৩ সালেই আক্রান্ত হয়েছে প্রায় তিন লাখ। ওই বছর ডেঙ্গুতে মৃত্যুর চিত্র আরো ভয়াবহ। ২৩ বছরে মারা গেছে ৮৪৯ জন, আর শুধু ২০২৩ সালে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৭০৫ জন। (সময়ের আলো ২২-০৬-২০২৪) 

[৪] জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও বলছেন, চলতি বছরে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। পরিস্থিতি সামাল দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। (রাইজিং বিডি ২১-০৬-২০২৪) 

[৫] জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আরো বলেন, মশার বংশ বিস্তারের স্থানগুলো ধ্বংসের জন্য নগরবাসীর পাশাপাশি সিটি কর্পোরেশনকেও কার্যকর ব্যবস্থা নিতে হবে। তাদের মতে, পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে বৃষ্টি। (ভোরের কাগজ ২২-০৬-২০২৪)

[৬] ইতোমধ্যে দেশের সকল হাসপাতালকে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বড় হাসপাতালগুলোকে আলাদা ওয়ার্ড প্রস্তুত রাখতে বলা হয়েছে। 

[৭] এদিকে, গত এপ্রিল মাসে স্বাস্থ্য অধিদপ্তরের বর্ষা-পূর্ববর্তী এক জরিপে দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৯টি ওয়ার্ড ও উত্তর সিটি কর্পোরেশনের ১২টি ওয়ার্ডে এডিস মশার লার্ভার উচ্চ ঘনত্বের সন্ধান পাওয়া গেছে। (স্বাস্থ্য অধিদপ্তর)। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এসআই/এসবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়