শিরোনাম
◈ ওষুধ, রেস্তোরাঁ ও মোবাইলসহ বেশ কিছু খাতের ভ্যাট কমল ◈ বিমানের সেই ফ্লাইটে বোমা পাওয়া যায়নি, যাত্রীদের তল্লাশি চলছে ◈ রেমিট্যান্স পাঠানোয় ইতালি প্রবাসীদের নতুন রেকর্ড! ◈ ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ◈ চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ৯ গোলের ম্যাচে বার্সেলোনার অবিশ্বাস্য জয় ◈ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দারুণ প্রতিশোধ নিয়ে সিরিজে সমতায় বাংলাদেশ ◈ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের জার্সি থেকে পাকিস্তানের নাম ফেলে দিতে চায় ভারত ◈ লন্ডন ক্লিনিককে ‘ওয়ান স্টপ’ সার্ভিস হিসেবে নিয়েই খালেদা জিয়ার চিকিৎসা (ভিডিও) ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই: সারজিস আলম ◈ লেজেন্ডস নাইনটি ক্রিকেট লিগে সাকিব-তামিম মুখোমুখি হতে পারে

প্রকাশিত : ২৯ মে, ২০২৪, ০৬:২০ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৪, ১০:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএসএমএমইউ’র আজীবন ইমেরিটাস অধ্যাপক হলেন ডা. এবিএম আবদুল্লাহ

সালেহ্ বিপ্লব: [২] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য ইমেরিটাস অধ্যাপকের সম্মাননা পেলেন প্রধানমন্ত্রীর চিকিৎসক এবং দেশের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।

[৩] এর আগে ২০২২ সালের ৩১ জানুয়ারিতে তিনি ‘ইমেরিটাস অধ্যাপক’ হয়েছিলেন। তবে তার মেয়াদ ছিলো ৩ বছর।

[৪] মঙ্গলবার বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর হাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগকৃত সম্মাননা সনদ তুলে দেন।

[৫] এসময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলালসহ বিশ্ববিদ্যালয়ের ডিন ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

[৬] অধ্যাপক এবিএম আব্দুল্লাহ বলেন, এসব সম্মাননা আরও বেশি কাজ করার উৎসাহ যোগায়। অশেষ কৃতজ্ঞতা মহান আল্লাহর প্রতি। বিএসএমএমইউ কর্তৃপক্ষের প্রতি রইল গভীর শ্রদ্ধা।

[৭] ইমেরিটাস অধ্যাপক একটি সম্মানসূচক পদবি। বিশ্ববিদ্যালয়ের থেকে অবসরপ্রাপ্ত স্বনামধন্য অধ্যাপকের জীবদ্দশায় শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদান এবং নিজ নিজ ক্ষেত্রে অর্জনের স্বীকৃতিস্বরূপ এই সম্মানজনক পদ প্রদান করা হয়ে থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনিই প্রথম এ সম্মানে ভূষিত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা বিষয়ক কর্মকাণ্ড ও গবেষণায় সম্পৃক্ত থেকে আজীবন একজন অধ্যাপকের সুযোগ-সুবিধা পাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়