শিরোনাম
◈ ঢাকায় বাড়ছে অপরাধ, জড়িতদের অধিকাংশ কিশোর ◈ যেকারনে বাংলাদেশের সঙ্গে ১৭৫ কি.মি. অংশে বেড়া নির্মাণ বাস্তবসম্মত নয়, জানাল ভারত ◈ ৫ শতাংশ হারে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর সুপারিশ ◈ নয়াদিল্লির আদলে ঢাকায় মহানগর সরকার গঠনের সুপারিশ কমিশনের ◈ ১৫ বছর চাকরি করলেই পাওয়া যাবে পেনশন ◈ ট্রাম্পের 'সহায়তা স্থগিত', বাংলাদেশে মার্কিন কর্মসূচি ঢেলে সাজানোর সুযোগ ◈ নতুন দুই বিভাগ ও দেশকে চারটি প্রদেশে ভাগ করার প্রস্তাব সংস্কার কমিশনের ◈ 'ধৈর্যের বাঁধ ভাঙলে’ মানুষই ব্যবস্থা নেবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ বেরোবির ১১ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ অফিস ফাঁকির অভিযোগে ◈ বিমানবন্দরে গ্রেফতার ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৪, ১০:৫৯ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৪, ১০:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পবিত্র ঈদ উল ফিতরের ছুটিতে  স্বাস্থ্যসেবা পরিদর্শন করলেন, বিএসএমএমইউ উপাচার্য 

শাহীন খন্দকার: [২] পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেছেন  উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক। শনিবার ১৩ এপ্রিল তিনি বিশ্ববিদ্যালয় হাসপাতালের বিভিন্ন ব্লক ও ওয়ার্ডের চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন।

[৩] এসময় তিনি রোগীদের সাথে কথা বলেও চিকিৎসাসেবার খোঁজ-খবর নেন। আজ শনিবার রোগীদের চিকিৎসাসেবা প্রদানের জন্য সংশ্লিষ্টদের  উপাচার্য  ধন্যবাদ জানান।

[৪] এছাড়া তিনি ঈদের ছুটির মাঝে বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর, সাধারণ জরুরি বিভাগসহ বিভিন্ন জরুরি বিভাগসমূহ, হাসপাতালের জরুরি ল্যাব কার্যক্রম সেবাও চালু রাখায় সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স, ল্যাব টেকনিশিয়ানদেরও ধন্যবাদ জানান।  এর আগে গত ৯ এপ্রিল বুধবার পবিত্র ঈদ উল ফিতরের ছুটির দিনগুলোতে যাতে চিকিৎসা ব্যবস্থার কোনো ঘাটতি না হয় সে জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছিলেন।

[৫] বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শনের সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলটেশন বিভাগের অধ্যাপক ডা. একেএম সালেক, অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, অধ্যাপক ডা. মোঃ আলী ইমরান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান, পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ আব্দুল্লাহ আল হারুন, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. বশির আহমেদ জয়, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোঃ আশরাফুজ্জামান সজীব প্রমুখ উপস্থিত ছিলেন। 

[৬] এদিকে বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ উপলক্ষে বিশ^বিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, নার্স, কর্মচারী এবং শুভানুধ্যায়ীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়