শিরোনাম
◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? (ভিডিও) ◈ যুবককে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেল হাত (ভিডিও) ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ◈ ‘দেহ ব্যবসা’র ভিডিও প্রতিবেদন ইস্যুতে সোহানা সাবার হুঁশিয়ারি ◈ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইতালির মোনফ্যালকনে ◈ নিউইয়র্কে ইউনূস-মোদি সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি ◈ হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের ◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:০৮ বিকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জলবায়ু মোকাবিলায় ৩৫ হাজার কোটি টাকা পর্যাপ্ত নয়: পরিবেশমন্ত্রী 

এম এম লিংকন: [২] জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চলমান অর্থবছরে দেশের ২৪টি মন্ত্রণালয়ে বরাদ্দ থাকা এই অর্থ পর্যাপ্ত নয় বলে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসকে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। জলবায়ু মোকাবিলায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ থাকলেও জাতিসংঘের কাছে আরও অর্থ চান পরিবেশমন্ত্রী

[৩] তিনি বলন, জাতিসংঘের বিভিন্ন সংস্থার মাধ্যমে জলবায়ুর ক্ষতির টাকা কীভাবে আনা যায় তা নিয়ে জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে।

[৪] এ সময় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ কীভাবে আন্তর্জাতিক অর্থ সহায়তা পাবে তা নিয়ে পরিবেশমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে স্বীকার করেন গোয়েন লুইস। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলার উপায়, অভিযোজন ও প্রশমনে বাংলাদেশের সঙ্গে একত্রে কাজ করবে জাতিসংঘ।

[৫]  সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর পরীবাগে মন্ত্রীর বাসভবনে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি। 

[৬] জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস আরও বলেন, জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন, অ্যাডভোকেসি, বন্যা মোকাবিলা, কমিউনিটি এডাপটেশনসহ বিভিন্ন ক্ষেত্রে জাতিসংঘ বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে ইচ্ছুক।

[৭] তবে, বিশেষজ্ঞরা বলছে, যে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ আছে তা কোন ধরনের প্রকল্পে, কীভাবে অর্থ খরচ হবে, তা খুবই গুরুত্বপূর্ণ। প্রকল্পগুলোর অর্থ খরচের বিষয়ে সরকারি সংস্থাগুলোকে সব সময় নজরদারির মধ্যে রাখতে হবে। আর জাতিসংঘ আরও অর্থ সরবরাহ দিলে তা সঠিক ব্যবহার করলে আমাদের জলবায়ু মোকাবিলা করাটা অনেক সহজ হবে বলে মন্তব্য করেন তারা।সম্পাদনা: সমর চক্রবর্তী  

এমএল/এসসি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়