এম এম লিংকন: [২] জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চলমান অর্থবছরে দেশের ২৪টি মন্ত্রণালয়ে বরাদ্দ থাকা এই অর্থ পর্যাপ্ত নয় বলে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসকে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। জলবায়ু মোকাবিলায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ থাকলেও জাতিসংঘের কাছে আরও অর্থ চান পরিবেশমন্ত্রী
[৩] তিনি বলন, জাতিসংঘের বিভিন্ন সংস্থার মাধ্যমে জলবায়ুর ক্ষতির টাকা কীভাবে আনা যায় তা নিয়ে জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে।
[৪] এ সময় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ কীভাবে আন্তর্জাতিক অর্থ সহায়তা পাবে তা নিয়ে পরিবেশমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে স্বীকার করেন গোয়েন লুইস। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলার উপায়, অভিযোজন ও প্রশমনে বাংলাদেশের সঙ্গে একত্রে কাজ করবে জাতিসংঘ।
[৫] সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর পরীবাগে মন্ত্রীর বাসভবনে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।
[৬] জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস আরও বলেন, জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন, অ্যাডভোকেসি, বন্যা মোকাবিলা, কমিউনিটি এডাপটেশনসহ বিভিন্ন ক্ষেত্রে জাতিসংঘ বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে ইচ্ছুক।
[৭] তবে, বিশেষজ্ঞরা বলছে, যে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ আছে তা কোন ধরনের প্রকল্পে, কীভাবে অর্থ খরচ হবে, তা খুবই গুরুত্বপূর্ণ। প্রকল্পগুলোর অর্থ খরচের বিষয়ে সরকারি সংস্থাগুলোকে সব সময় নজরদারির মধ্যে রাখতে হবে। আর জাতিসংঘ আরও অর্থ সরবরাহ দিলে তা সঠিক ব্যবহার করলে আমাদের জলবায়ু মোকাবিলা করাটা অনেক সহজ হবে বলে মন্তব্য করেন তারা।সম্পাদনা: সমর চক্রবর্তী
এমএল/এসসি/এসবি২
আপনার মতামত লিখুন :