শিরোনাম

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৪, ০৮:৪৫ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২৪, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৫.৮ ডিগ্রি সে. (ভিডিও)

হ্যাপী আক্তার: [২] এবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৫.৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে জেলার আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ভোর ৬টায় ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পঞ্চগড়ের তাপমাত্রা রেকর্ড হয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে গড়ে ৮ ডিগ্রির বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে শুধু রাজারহাটে ৬.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সূত্র: চ্যানেল২৪, ডিবিসি নিউজ

[৩] শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, আজ ও কাল উত্তরের দিকে বেশি শীতের অনুভূতি পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণে শীতের দাপট কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির তথ্যে তিনি জানান, দুই একদিনে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। 

[৪] এদিকে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তর সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার (৩ দিন) পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

[৫] এতে আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে।

[৬] বৃহস্পতিবারের পূর্বাভাসে উল্লেখ করা হয়, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়