শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২০ জুন, ২০২২, ০৭:৩১ বিকাল
আপডেট : ২০ জুন, ২০২২, ০৮:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোমতী নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

গোমতী নদীর পানি  বিপৎসীমা ছুঁইছুঁই

রুবেল মজুমদার : কুমিল্লায় গোমতী নদীর পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে।

সোমবার (২০জুন) দুপুর ২টায়  কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের পানি উচ্চতা পরিমাপে দেখা যায় ৯.৯ মিটার উচ্চতায় গোমতী প্রবাহমান। এ উচ্চতা পরিমাপ করা হয় টিক্কারচর এলাকায়।

যেখানে পানি উন্নয়ন বোর্ড গোমতীর বিপৎসীমার একক হিসেবে ধরেছেন ১০.৭৫ সে.মি.।  আগাম পুর্ভাবাসে পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী ২৫ জুন পর্যন্ত পানি বৃদ্ধি পেতে থাকবে।বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকোশলী খান মোহাম্মদ ওয়ালীউজ্জামান ।

এদিকে গোমতীর পানি বৃদ্ধি পাওয়ায় চর ডুবে গেছে যার ফলে কৃষকেরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। গোমতীর চরে ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষেত থেকে অসময়ে ফসল তুলে নিচ্ছেন কৃষকেরা।চরের  ফসলি জমিতে নদীর পানি উঠে যাওয়ায় ২৫০ শতক জমির মূলা আগাম তুলে ফেলতে হচ্ছে। ঢেড়শ ক্ষেতও ক্ষতিগ্রস্ত। লাউ- ঝিঙ্গা গাছের গোড়ায় কাঁদা জমে গাছ মরে যাবার উপক্রম। আগামী দুই তিন দিন পানি থাকলে সব গাছ মরে যাবে।

এছাড়া  আর্দশ সদর উপজেলা গোমতীর চরের  জগন্নাথপুর এলাকার বাসিন্দা জসিমের বসতঘরে কোমর অব্ধি পানি,তাই  ঘরের মালামাল সরাতে ব্যাস্ত।

একই এলাকার কৃষক  মোঃ মামুন সরকার বলেন, প্রায় ২৫০ শতক মূলা আগামা তুলে ফেলতে হবে। ৬ লাখ টাকার সবজি বিক্রি করার কথা থাকলেও  মাত্র ২ লাখ টাকায় বিক্রি করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়