শিরোনাম
◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত ◈ জাবিতে সাবেক ছাত্রলীগ নেতা হত্যা: মারধরের ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী  ◈ প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হলেন তিথি ও নাইম ◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ

প্রকাশিত : ২০ জুন, ২০২২, ০৭:৩১ বিকাল
আপডেট : ২০ জুন, ২০২২, ০৮:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোমতী নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

গোমতী নদীর পানি  বিপৎসীমা ছুঁইছুঁই

রুবেল মজুমদার : কুমিল্লায় গোমতী নদীর পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে।

সোমবার (২০জুন) দুপুর ২টায়  কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের পানি উচ্চতা পরিমাপে দেখা যায় ৯.৯ মিটার উচ্চতায় গোমতী প্রবাহমান। এ উচ্চতা পরিমাপ করা হয় টিক্কারচর এলাকায়।

যেখানে পানি উন্নয়ন বোর্ড গোমতীর বিপৎসীমার একক হিসেবে ধরেছেন ১০.৭৫ সে.মি.।  আগাম পুর্ভাবাসে পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী ২৫ জুন পর্যন্ত পানি বৃদ্ধি পেতে থাকবে।বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকোশলী খান মোহাম্মদ ওয়ালীউজ্জামান ।

এদিকে গোমতীর পানি বৃদ্ধি পাওয়ায় চর ডুবে গেছে যার ফলে কৃষকেরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। গোমতীর চরে ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষেত থেকে অসময়ে ফসল তুলে নিচ্ছেন কৃষকেরা।চরের  ফসলি জমিতে নদীর পানি উঠে যাওয়ায় ২৫০ শতক জমির মূলা আগাম তুলে ফেলতে হচ্ছে। ঢেড়শ ক্ষেতও ক্ষতিগ্রস্ত। লাউ- ঝিঙ্গা গাছের গোড়ায় কাঁদা জমে গাছ মরে যাবার উপক্রম। আগামী দুই তিন দিন পানি থাকলে সব গাছ মরে যাবে।

এছাড়া  আর্দশ সদর উপজেলা গোমতীর চরের  জগন্নাথপুর এলাকার বাসিন্দা জসিমের বসতঘরে কোমর অব্ধি পানি,তাই  ঘরের মালামাল সরাতে ব্যাস্ত।

একই এলাকার কৃষক  মোঃ মামুন সরকার বলেন, প্রায় ২৫০ শতক মূলা আগামা তুলে ফেলতে হবে। ৬ লাখ টাকার সবজি বিক্রি করার কথা থাকলেও  মাত্র ২ লাখ টাকায় বিক্রি করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়