শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২০ জুন, ২০২২, ০৩:৩৯ দুপুর
আপডেট : ২০ জুন, ২০২২, ০৩:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোয়াইনঘাটে কমছে পানি, বারছে দুর্ভোগ

গোয়াইনঘাটে কমছে পানি

শাহ আলম : সিলেটের গোয়াইনঘাট উপজেলার বন্যা কবলিত এলাকার। মানুষের বাড়িঘরে দ্রুত পানি ডুকে পড়ায় অনেক মানুষ ঘরবন্দী অবস্থায় আছেন। কেউ কেউ উচুঁ স্থানে আশ্রয়কেন্দ্রে গিয়ে উঠছেন। অনেকে ঘরের মালামাল ও গবাদি পশু রেখে ঘর থেকে বের হচ্ছেন না।

স্থানীয় বাসিন্দারা জানান, এরকম বন্যা আমরা আগে দেখিনি কখনও। কয়েকদিন ধরে ঘুম, নাওয়া-খাওয়া নেই ঠিকমত। কোথাও বের হওয়া যাচ্ছে না। ঘরে এখনও পানি। রান্নাবান্না সব বন্ধ। পরিবার-পরিজন নিয়ে খুব ভয়ে দিন কাটছে। তৃষ্ণা মিটে পানি পর্যন্ত পান করতে পারছি না।বন্যাকবলিত কয়েকটি এলাকায় গিয়ে বানভাসী মানুষের কাছ থেকে এমন করুন দৃশ্য শুনা যায়।

তবে, গত শনিবার সন্ধ্যার পর থেকে গোয়াইনঘাটে বন্যার পানি অল্প অল্প করে কমতে শুরু করেছে।
পানি কিছুটা কমতে শুরু করলেও মানুষের বাড়িঘরে চারপাশেই রয়েছে পানি। চতুর্দিকে পানিতে থই থই করছে।

গতকাল রোববার বিকেল পর্যন্ত কয়েকটি ইউনিয়নে বন্যার পানি কিছুটা কমতে শুরু করে। তবে নদনদীতে এখনও পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা বৃষ্টিপাত হলে বন্যার পানি আবারও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, বন্যার পানিতে আটকে পড়া মানুষদের উদ্ধারে গতকাল শনিবার সকাল থেকেই উপজেলা প্রশাসনের সাথে সেনাবাহিনী ও নৌবাহিনীর দু'টি দল ভিন্ন ভিন্ন এলাকায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে বলে জানা গেছে। 

গত কয়েকদিনের টানা বর্ষণে সিলেটের গোয়াইনঘাটে ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে 
মানুষের বাড়িঘরে পানি উঠে চরম বিপর্যয় দেখা দিয়েছে। উপজেলাবাসী এমন ভয়াবহ বন্যা দেখেননি অনেক বছর। এক মাসের মাথায় ফের বন্যা দেখা দেওয়ায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন।
পাহাড়ি ঢলের পানি সারি-পিয়াইন ও ডাউকি নদী দিয়ে এলাকায় দ্রুত গতিতে বেড়ে উপজেলার ১২টি ইউনিয়ন পূর্ব জাফলং, মধ্য জাফলং, পশ্চিম জাফলং, পূর্ব ও পশ্চিম আলীরগাঁও, রুস্তমপুর, লেঙ্গুড়া, ডৌবাড়ি,  ফতেহপুর, তোয়াকুল, নন্দীরগাঁও এবং সদর ইউনিয়ন বন্যাকবলিত হয়ে পড়েছে।

উপজেলা সদরের সাথে সবক'টি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন। রাস্তাঘাট ডুবে যাওয়ার ফলে অনেকে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়