শিরোনাম

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৪, ০৮:১৬ রাত
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২৪, ০৮:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দূষণকারী ইটভাটা সনাক্তে আধুনিক প্রযুক্তির ট্র্যাকার ব্যবহার করবে সরকার: পরিবেশমন্ত্রী

আনিস তপন: [২] পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জানান, বিকেটি ট্র্যাকার ব্যবহার করলে অগ্রাধিকার ভিত্তিতে অত্যন্ত ক্ষতিকর ইটভাটা সনাক্ত পূর্বক অবৈধ কার্যক্রম  বন্ধ করা সহজ হবে। ফলে ইটভাটা সৃষ্ট বায়ুদূষণ হ্রাস করা সম্ভব হবে। 

[৩] বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ইটভাটার দূষণ নিয়ন্ত্রণের জন্য প্রণীত কর্মপরিকল্পনা উপস্থাপনা বিষয়ক সভায় এ কথা বলেন তিনি।

[৪] পরিবেশমন্ত্রী বলেন, পরিবেশ অধিদপ্তর ও সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটর যৌথ উদ্যোগে আইটি ও রিমোর্ট সেন্সিং প্রযুক্তি নির্ভর এই ট্র্যাকার তৈরি করা হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ সর্বাধুনিক প্রযুক্তির এই ট্রাকারের সহায়তায় পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এবং এনফোর্সমেন্ট কার্যক্রম জোরদার ও সফল হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এটি/এসবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়