শিরোনাম

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৪, ০২:৩৫ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২৪, ০৭:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্দরবান রোয়াংছড়ি দেবতা কুম ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার 

দেবতা কুম

বাবুল খাঁন: [২] ১৫ মাস বন্ধের পর ২২ জানুয়ারি থেকে রোয়াংছড়ি উপজেলার দেবতা কুম পর্যটন কেন্দ্রে ভ্রমণে নিষেধাজ্ঞা  থাকছে না। 

[৩] বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিনের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

[৪] রোয়াংছড়ি উপজেলার দেবতাকুম পর্যটন কেন্দ্র  ভ্রমণ পিপাসুদের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট। যেখানে দৈনিক প্রায় হাজারেরও বেশি পর্যটক ভ্রমণে আসতো। নিরাপত্তা পরিস্থিতি অবনতি হওয়ায় ২০২২ সালের ১৭ অক্টোবর রোয়াংছড়ি -রুমা উপজেলা ভ্রমণে প্রথম  নিষেধাজ্ঞা আরোপ করে জেলা প্রশাসন।

[৫] এই নিষেধাজ্ঞা রোয়াংছড়ি-রুমা, থানচি ও আলীকদম উপজেলায় অরোপের পর পর্যায়ক্রমে প্রত্যাহার করা হলেও রোয়াংছড়ি উপজেলার দেবতাকুম  পর্যটন কেন্দ্রে ভ্রমণে পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা এতোদিন বহাল ছিল।
 
[৬] রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুন জানান, দেবতাকুম পর্যটন কেন্দ্রে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় ২২ জানুয়ারি থেকে ওই পর্যটন কেন্দ্র ভ্রমণে আর কোনো প্রকার বাধা নেই। সম্পাদনা: মুরাদ হাসান

এমএইচ/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়