শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২০ জুন, ২০২২, ০১:৩৬ দুপুর
আপডেট : ২০ জুন, ২০২২, ০১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাউজানে জলাবদ্ধতায় ধসে পড়েছে ৩টি মাটির ঘর

রাউজানে জলাবদ্ধতায় ৩টি মাটির ঘর ধসে পড়েছে

শাহাদাত হোসেন : ভারী বর্ষণ ও উজানের নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে রাউজানের নিম্নাঞ্চল।

রোববার রাতে পাহাড়তলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণবাগ পাড়ার গৌঙ্কিম দাশের বাড়িতে ৩টি কাঁচা মাটির গুদাম ধসে পড়েছে।

এ সময় আহত হয়েছেন আশা দাশ নামে ৮০ বছর বয়সী এক বৃদ্ধা ও বৃত্তি দাশ নামে ৪০ বছর বয়সী দুই নারী। এছাড়াও পাহাড়লী ইউনিয়নে অবস্থিত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট ক্যাম্পাসেও পানি ঢুকে পড়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে পানি বেড়ে জলাবদ্ধতার খবর পাওয়া গেছে।এরমধ্যে পৌরসভার বিভিন্ন এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে। 

অন্যদিক জনগুরুত্বপূর্ণ সড়ক গুলো উপর দিয়ে পাহাড়ি ঢলের পানি গড়াচ্ছে। কোথাও গলা পর্যন্ত পানি আবর কোথাও হাটু পর্যন্ত পানি। কয়েক'শ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বৃষ্টি বন্ধ না হলে পানি বেড়ে জনদুর্ভোগ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীরা। 

আরও দুই তিনদিন ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদার বলেন, বসতঘর ধসের খবর পেয়েছি।স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে। তবে বড় ধরনের ঘটনা ঘটেনি। যে কোনো দুর্যোগ মোকাবেলায় করতেই প্রস্তুত আছি বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়