শিরোনাম

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৪, ০৩:৪৪ দুপুর
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২৪, ০৭:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরের ৩ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

জেরিন আহমেদ: [২] পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বুধবার (৩ জানুয়ারি) চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়াও দিনাজপুরে দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে উত্তরের ৩ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, অব্যাহত থাকতে পারে। বুধবার আবহাওয়া অধিদপ্তর এক বুলেটিনে এসব তথ্য জানিয়েছে। এছাড়াও গত রাতে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস।

[৩] আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান,  মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে অতিঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অতিঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে। এসময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অতিঘন কুয়াশার কারণে দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে। দিনাজপুর, পঞ্চগড় এবং নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

[৪] বৃহস্পতি ও শুক্রবার অতিঘন কুয়াশা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে জানিয়ে বজলুর রশিদ জানান, বৃহস্পতিবার ও শুক্রবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

জেএ/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়