শিরোনাম
◈ ৪৩ লাখ কার্ড বাতিল হয়নি, যে ব্যাখ্যা দিলেন টিসিবির মুখপাত্র ◈ চূড়ান্ত সিদ্ধান্ত, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ◈ ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরেছেন আইজিপি ◈ প্রত্যেককে একটি ম্যাসেজ দিতে হবে, ভোট হতে হবে, কোনো আপস নাই : তারেক রহমান  ◈ বলপূর্বক অন্তর্ধানের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত কমিশনকে সহায়তার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার ◈ কুমিল্লায় সাবেক এমপি বাহারের ভাতিজাসহ দুই আওয়ামী লীগ গ্রেপ্তার ২ ◈ নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উপদেষ্টা আসিফের ◈ ভারতে বসে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে শেখ হাসিনা : মির্জা ফখরুল ◈ শেখ হাসিনাকে গণভবনে গাছের সাথে বেঁধে ঝুলিয়ে রাখা উচিৎ ছিল : মাসুদ সাঈদী ◈ রাজধানীর ১৩ স্থানে কম দামে মিলবে ডিম

প্রকাশিত : ১৯ জুন, ২০২২, ১২:১৮ রাত
আপডেট : ১৯ জুন, ২০২২, ০৩:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেট ও সুনামগঞ্জে এটিএম বুথ সেবা বন্ধ

বন্যা অঞ্চলে এটিএম বুথ

নিজস্ব প্রতিবেদক: সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়ছে রেল ও সড়ক যোগাযোগ। পানিবন্দি হয়ে পড়েছে লাখো মানুষ। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায়ও সংকট তৈরি হয়েছে। অনেক এলাকায় মোবাইল ফোন যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন। এবার বন্ধ হয়ে যাচ্ছে ব্যাংকিং সেবাও।

বন্যার পানি ক্রমাগত বাড়তে থাকায় একে একে বন্ধ হয়ে যাচ্ছে এটিএম বুথভিত্তিক ব্যাংকিং সেবা। এটিএম বুথ তলিয়ে যাওয়ায় এই অচলাবস্থা তৈরি হয়েছে। আবার অনেক স্থানে ব্যাংকের কার্যালয়ও ডুবে গেছে। উদ্ভূত পরিস্থিতিতে সুনামগঞ্জ ও সিলেটে ব্যাংকিং সেবা বন্ধের ঘোষণা দিতে শুরু করেছে ব্যাংকগুলো।

বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার জানিয়েছে, বন্যা পরিস্থিতির অবনতির কারণে সিলেট বিভাগের চারটি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হচ্ছে। এগুলো হলো সিলেট উপশহর, বিশ্বনাথ, দক্ষিণ সুরমা ও সুনামগঞ্জ শাখা। পরিস্থিতির উন্নতি হলে শাখাগুলো আবার চালু করা হবে।

বেসরকারি ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মো. শিরিন ফেসবুকে ছবি শেয়ার করে এক পোস্টে লিখেছেন, ‘প্রায় ৫০টি এটিএম বুথ বন্যার পানিতে ডুবে গেছে। এগুলোর বেশির ভাগই সুনামগঞ্জে। সিলেটেরও কিছু বুথ রয়েছে।’

তার শেয়ার করা ছবিতে সুনামগঞ্জের ছাতকের ন্যাশনাল ব্যাংক ও সোনালী ব্যাংকের শাখা ডুবে যাওয়ার চিত্র উঠে এসেছে।

সিলেটেও নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় এই জেলার এটিএম বুথগুলো একের পর এক অচল হয়ে পড়ছে। এ কারণে সুনামগঞ্জ ও সিলেটের ব্যাংকিং সেবা বন্ধের ঘোষণা দিতে শুরু করেছে ব্যাংকগুলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়