শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ১৯ জুন, ২০২২, ১২:১০ রাত
আপডেট : ১৯ জুন, ২০২২, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইঞ্জিন বিকল, ট্রলারে ভাসছেন শ খানেক শিক্ষার্থী

সোনামগঞ্জে নৌকার দুটি ইঞ্জিন বিকল হয়ে ভাসছেন শ খানেক শিক্ষার্থী

মারুফ হাসান: সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকায় নৌযানে আটকা পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শ খানেক শিক্ষার্থী। তাঁদের বহনকারী নৌযানটির দুটি ইঞ্জিন বিকল হয়ে গেছে বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে তাঁরা দ্রুততম সময়ের মধ্যে প্রশাসনের কাছে উদ্ধারের আরজি জানিয়েছেন।

পাহাড়ি ঢল আর বিরামহীন বৃষ্টিতে হঠাৎ বন্যা দেখা দেয়ায় শনিবার বেলা ৩টায় ওই ট্রলারে চড়ে তারা নিরাপদ আশ্রয়ের উদ্দেশে রওনা হয়েছিলেন। প্রাথমিক গন্তব্য ছিল সিলেট। কিন্তু সুনামগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে দুয়ারাবাজার এলাকায় একটি গাছের সঙ্গে ধাক্কা খায় ট্রলারটি। এতে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়।

এদিকে প্রচণ্ড বৃষ্টিতে এক জায়গায় স্থির হয়ে আছে ট্রলারটি। উত্তাল হাওরের ঢেউ আর ধারণক্ষমতার চেয়েও বেশি যাত্রী বহন করায় যেকোনো মুহূর্তে এটি ডুবে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় ট্রলারে থাকা যাত্রীদের সবাই বাঁচার জন্য আকুতি জানাচ্ছেন।

বোটে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র শোয়াইব আহমেদ মুঠোফোনে বলেন, ‘আজ দুপুর আড়াইটার দিকে বোটটি ছাড়ে। বোটটি আমাদের নিয়ে সুনামগঞ্জ থেকে সিলেটের উদ্দেশে যাচ্ছিল। রাত সাড়ে আটটার দিকে দোয়ারাবাজার এলাকায় এসে বোটটি থেমে যায়। এই সময়ের মধ্যে একটি দুর্ঘটনাও ঘটেছে। বোটের দুটি ইঞ্জিন ইতিমধ্যে বিকল হয়ে পড়েছে। চারদিকে শুধু পানি আর পানি, সঙ্গে প্রচণ্ড ঢেউ। মাঝখানে আমরা আটকা পড়ে আছি। এখানে যেকোনো খারাপ কিছুই ঘটে যেতে পারে। আমাদের উদ্ধারে যত দ্রুত সম্ভব সেনাবাহিনীর তৎপরতা দরকার।’

ট্রলারে অবস্থান করা ইকবাল মাজেদ নামে এক যাত্রীর কাছ থেকে পাওয়া মেসেজের বরাতে এ খবর জানা যায়। ইকবাল লিখেছেন, ‘ভাইয়া, আমি ইকবাল। আমরা সুনামগঞ্জ থেকে রওনা দিলাম ৩টার দিকে। দুয়ারাবাজারের কাছাকাছি এসে নৌকা গাছের লগে বাড়ি খাইসে। এখন নৌকাটা নড়াচড়া করছে না। আপনি প্লিজ আমাদের বাঁচান।’

ইকবাল জানান, তারা জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করেও কোনো সাড়া পাচ্ছেন না।

আরও জানা গেছে, ট্রলারটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত ৩৫ জন শিক্ষার্থী অবস্থান করছেন। তাদের একটি বড় অংশই নারী।

আটকে পড়া এই শিক্ষার্থীদের উদ্ধারে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান আবুল মনসুর আহাম্মদও শিক্ষার্থীদের উদ্ধারে সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়