শিরোনাম
◈ গণঅভ্যুত্থানই অন্তবর্তী সরকারের বৈধতা: আসিফ মাহমুদ ◈ কপ-২৯ সম্মেলনে অংশগ্রহণ করতে আগামীকাল আজারবাইজান সফরে যাচ্ছেন ড. ইউনূস ◈ উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন আরও ৫ জন, শপথ সন্ধ্যায় ◈ রাজধানীর উত্তরার বাউনিয়ায় ছেলের ছুরিকাঘাতে মা নিহত ◈ ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত ও সনদ বাতিলে হচ্ছে কমিটি ◈ সারজিস-হাসনাতের পোস্ট: দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না (ভিডিও) ◈ গ্রামীণ ব্যাংকের সবাইকে স্যার ডাকতে হবে বলা সেই ম্যানেজারের বিরুদ্ধে তদন্ত শুরু ◈ ‘আপার এতিম সন্তানদের পুলিশের হাতে তুলে দিন’ ◈ ‘যদি বাপের বাচ্চা হয়ে থাকি, সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব’, বললেন রুমিন ফারহানা ◈ যৌনপল্লি চালানোর অভিযোগে ভারতের তেলেঙ্গানায় বাংলাদেশি গ্রেপ্তার

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৩, ০৪:৪৬ দুপুর
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২৩, ০৪:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে নির্বাচনে পলিথিনে মোড়ানো পোস্টারের ব্যবহার

সোলায়মান মোহাম্মদ, শ্রীপুর (গাজীপুর): [২] আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্ঘুম প্রচারণায় সময় কাটাচ্ছেন প্রার্থী-কর্মী সমর্থকরা। এসব প্রচারণায় লেমিনেটিং ও পলিথিনে মোড়ানো পোস্টার চোখে পড়ছে গাজীপুর -৩ আসনের বিভিন্ন জায়গায়। যা পরিবেশের জন্য হুমকিস্বরূপ। নির্বাচনের প্রচারণায় পলিথিনে মোড়ানো পোস্টার ব্যবহারে হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। তবে তা মানছেন না প্রার্থীরা।

[৩] শ্রীপুর উপজেলার  বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শ্রীপুর উপজেলার পরিষদের সামনে, মাওনা চৌরাস্তা, তেলিহাটি, মাওনা, নয়নপুর এলাকার বিভিন্ন  অলিগলিতে পলিথিনে মোড়ানো পোস্টার সাঁটিয়ে নির্বাচনী প্রচারণা করছেন প্রার্থীরা। গাজীপুর -৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ  ইকবাল হোসেন সবুজ, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রুমানা আলী টুসি, জাতীয় পার্টির এফ এম সাইফুল ইসলাম, কৃষক শ্রমিক জনতালীগের আব্দুর রহমান, বাংলাদেশ সুপ্রিম পার্টি,জাসদসহ,তৃণমূল বিএনপি সহ  রাজনৈতিক দলের প্রার্থীরা পলিথিন মোড়ানো পোস্টার ও ব্যানার সাঁটিয়েছেন। 

[৪] পরিবেশ সংশ্লিষ্টরা বলছেন, প্লাস্টিক রিসাইকেল করা যায় না। এটা পরিবেশের জন্যও ক্ষতিকর। প্লাস্টিক ড্রেনে পড়লে পানির প্রবাহ বাঁধার সৃষ্টি হবে। এতে করে জলাবদ্ধতা তৈরি হবে। প্লাস্টিক থেকে বায়ু ও পানিবাহিত রোগও ছড়িয়ে পড়ে। লেমিনেটেড প্লাস্টিকের বর্জ্য উৎপন্ন হয়, যা মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য হুমকিস্বরূপ। 

[৫] শ্রীপুর উপজেলা শাখার নদী পরিব্রাজক দলের সভাপতি ও পরিবেশ কর্মী সাঈদ চৌধুরী বলেন, প্লাস্টিক সর্বজনীনভাবে প্রকৃতি ও পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। পানি, বায়ু, মাটি; পরিবেশের মূল তিন উপাদানই প্লাস্টিক দ্বারা অধিক মাত্রায় দূষিত হয়। প্রতি বছর নির্বাচনকে কেন্দ্র করে লাখ লাখ মেট্রিক টন প্লাস্টিক ব্যবহৃত হয়। লেমিনেটিং, বিলবোর্ড, ফেস্টুনে প্লাস্টিকের ব্যবহার দেখা যায়। এসব প্লাস্টিক কোনোভাবেই ‘রি-ইউজ’ করার ব্যবস্থা থাকে না। এ প্লাস্টিকগুলো পরিবেশের চরম ক্ষতি করবে। 

[৬] তিনি বলেন, জনপ্রতিনিধিরা নিজেদের দেশপ্রেমিক, সমাজ সচেতন, পরিবেশ সংরক্ষণকারী হিসেবে দাবি করেন। তাদের দলীয় ইশতেহারেও পরিবেশ রক্ষার কথা বলা হয়। কিন্তু তাদের কার্যক্রমই পরিবেশের ক্ষতি করছে। নির্বাচন কমিশনের উচিত রঙিন পোস্টার ব্যবহারের মতো পরিবেশ রক্ষায় প্লাস্টিক ও লেমিনেটিং পোস্টার ব্যবহারও নিষিদ্ধ করা। 

[৭] শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার শামীমা ইয়াসমিন বলেন পলিথিন ও প্লাস্টিক ব্যবহার অবশ্যই পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর, এটি আমাদের সবার মাথায় রাখতে হবে। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়