শিরোনাম
◈ বিএনপির বিশৃঙ্খলা রোধে তারেক রহমানের যত ‘স্মার্ট অ্যাকশন’ ◈ ভারতে শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই! ◈ কর্মীদের হত্যাকাণ্ডের নিউজ কোথায়, প্রশ্ন আওয়ামী লীগের ◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৩, ০২:৪৮ দুপুর
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২৩, ০২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজার সমুদ্র সৈকতে লাখো পর্যটকের ভীর

কক্সবাজার সমুদ্র সৈকতে লাখো পর্যটকের ভীর

হাবিবুর রহমান, কক্সবাজার: [২] চলতি মৌসুমে হরতাল-অবরোধে কক্সবাজারের পর্যটন শিল্প স্থবির হয়ে পড়লেও আবার প্রাণ ফিরে পেয়েছে সমুদ্র সৈকত। সাপ্তাহিক ও বিজয় দিবসের ছুটিসহ শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ায় সৈকত শহর কক্সবাজারে ভীর করেছেন লাখো ভ্রমণপিপাসু।

[৩] এসব পর্যটকের পদচারণায় মুখর সাগর তীর। সমুদ সৈকতের হোটেল রিসোর্টে হয়েছে অগ্রিম বুকিং, খাবার হোটেল গুলোতে তীল ধরার ঠাই নাই। এতে ক্ষতি পুষিয়ে নেয়ার প্রত্যাশা করছেন পর্যটন ব্যবসায়ীরা। 

[৪] রোববার (১৭ ডিসেম্বর) সকালে দেখা যায়, শীতল সাগর, নেই ঢেউয়ের উত্তাপ। সৈকতে ভিড় করছেন পর্যটকরা। অন্য সপ্তাহের তুলনায় এ সপ্তাহে পর্যটকের তাই বাড়তি আগমন। বেলা বাড়ার সাথে সাথে মানুষের চাপ বেড়েছে সৈকতে। 

[৫] ঢাকার থেকে আসা মনোয়ারা দম্পতি বলেন, বিজয় দিবসের পরের দিন কক্সবাজার বেড়াতে এসেছি। প্রচুর মানুষ সৈকতে, অনেক আনন্দ লাগছে। বেশি মানুষ থাকলে ঈদের মতো আনন্দ লাগে। আরেক পর্যটক আতিকুল ইসলাম বলেন, সাগরটা অনেক শীতল। অনেকক্ষণ গোসল করলাম, তারপর টিউবে গা ভাসালাম। খুবই মজা হচ্ছে। 

[৬] মা-বাবার সঙ্গে বেড়াতে আসা শিশু সামিদ বলেন, পরীক্ষা শেষ হয়েছে তাই মা-বাবার সঙ্গে কক্সবাজার বেড়াতে এসেছি। সাগরের পানিতে অনেক দৌড়াদৌড়ি করলাম, বালি নিয়ে খেলা করেছি। খুবই আনন্দ করছি। পর্যটকের চাপে ব্যস্ততা বেড়েছে সৈকতের ওয়াটার বাইক, বিচ বাইক, ঘোড়াওয়ালা ও ফটোগ্রাফারদের। 

[৭] তারা বলছেন, সৈকতে পর্যটকের আগমনে প্রাণ ফিরেছে।পর্যটন মৌসুমে পর্যটকদের স্বাগত জানাতে কক্সবাজারের পাঁচ শতাধিক হোটেল মোটেল রিসোর্ট ও পর্যটন স্পটগুলো সাজানো হয়েছে নতুন সাজে। 

[৮] কলাতলী-মেরিনড্রাইভ হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান বলেন, রাজনৈতিক অস্থিরতায় বড় ধাক্কা খেয়েছে পর্যটনখাত। আশা করছি এই সময়ে ব্যবসা হবে। ৯৫ থেকে ১০০ শতাংশ কক্ষ অগ্রিম বুকিং হয়েছে। এদিকে পর্যটকদের নিরাপত্তা দিতে নজরদারি বৃদ্ধি করেছে লাইফ গার্ড ও ট্যুরিস্ট পুলিশ। 

[৯] কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিজানুর রহমান বলেন, ‘চুরি, ছিনতাই ঠেকাতে আমাদের সদস্যরা নিরলসভাবে কাজ করছে। আমরা সার্বক্ষণিক মাঠে আছি ও থাকব। প্রতিটি মোড়ে মোড়ে আমাদের সদস্যরা সক্রিয় থাকবে।

[১০] ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, ডিসেম্বর পর্যটকের চাপ থাকবে। বিষয়টি মাথায় রেখে ট্যুরিস্ট পুলিশের সব ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে। পোশাকধারীর পাশাপাশি সাদা পোশাকেও আমাদের টিম কাজ করবে। সম্পাদনা: ইস্রাফিল ফকির

প্রতিনিধি/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়