শিরোনাম
◈ বিএনপির বিশৃঙ্খলা রোধে তারেক রহমানের যত ‘স্মার্ট অ্যাকশন’ ◈ ভারতে শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই! ◈ কর্মীদের হত্যাকাণ্ডের নিউজ কোথায়, প্রশ্ন আওয়ামী লীগের ◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৩, ০৮:২০ সকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২৩, ০৫:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজয় দিবসের ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ঢল

জাকারিয়া জাহিদ, কুয়াকাটা (পটুয়াখালী): [২] মহান বিজয় দিবসের ছুটি উপলক্ষে ভ্রমণ পিপাসু হাজার হাজার পর্যটকপদভারে মুখরিত হয়ে উঠছে সমুদ্র সৈকত কুয়াকাটা। মহান বিজয় দিবসের আনন্দ উপভোগ করতে প্রাকৃতিক সৌন্দর্য সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমিতে আগমন ঘটেছে এসব পর্যটকদের। এ বছর সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত এবং সাপ্তাহিক সরকারী ছুটি দু‘দিন হওয়ায় হাজার হাজার পর্যটকদের আগমন ঘটেছে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা। পর্যটকদের নিরাপত্তায় সৈকতের বিভিন্ন পয়েন্টে টুরিস্ট পুলিশের টহল জোরদার করা হয়েছে।

[৩] ডিসেম্বরের ১৫ তারিখ থেকেই পর্যটকরা কুয়াকাটায় আসতে শুরু করছে। সমুদ্র সৈকতে দাড়িয়ে সূর্যোদয় সূর্যাস্ত অবলোকনের পর পর্যটকরা ছুটে যান রাখাইনদের আদি কুয়া অথবা রাখাইন পল্লিতে। কুয়াকাটার জিরো পয়েন্ট সংলগ্ন রয়েছে নজরকাড়া প্যাগোডা। এই প্যাগোডা তথা শ্রীমঙ্গল বৌদ্ধবিহার সংলগ্ন বেড়িবাঁধের পাশে রয়েছে ২শ’ বছরের প্রাচীনতম নৌকা। রাখাইন মহিলা মার্কেট, মিশ্রিপাড়ায় অবস্থিত এশিয়ার সর্ববৃহৎ সীমা বৈদ্ধ বিহার। ইকোপার্ক, লেম্বুরচর, শুটকিপল্লি,সমুদ্রপথে চর বিজয়, ফকিরহাট সহ বিভিন্ন আকর্ষণীয় স্থান। পর্যটকদের বাড়তি বিনোদনে প্রস্তুত ছিল টুরিস্ট বোট, স্পিডবোট। কেউ বিচে  ছাতার নিচে বসে সাগরের জল আর সূর্য রশ্নির রঙ্গিন খেলায় মেতে উঠা অপরূপ দৃশ্য অবলোকন করে। ৩০ কিঃ মিঃ দীর্ঘ সৈকতের গাঁ ঘেষে গঙ্গামতির সংরক্ষিত বনাঞ্চল, দক্ষিনে দৃষ্টিসীমা যতদুর যায় শুধু নীল সাগরের জলরাশি। অন্যদিকে, দিগন্তজুড়ে লালিমা আকাশের গায়ে আবির মাখানো দৃশ্য পর্যটকদের অন্তরাত্না প্লাবিত করে দিচ্ছে। ঘোড়ার পিঠে চড়া আনন্দ উল্লাস করে থাকের আগত পর্যটরা।

[৪] ঢাকা থেকে আসা সজল বলেন, একই স্থানে দাড়িয়ে সূর্যোদয় আর সূর্যাস্ত উপভোগ করার দৃশ্য একমাত্র কুয়াকাটায় যা সত্যিই আনন্দ দায়ক।

[৫] কুয়াকাটার আবাসিক হোটেল সী প্যালেজ এর ম্যানেজার রুবেল বলেন, ১৬ডিসেম্বর উপলক্ষে আমাদের হোটেলের সকল রুম বুকিং আছে এবং অন্যান্য হোটেলেও বেশ পর্যটক রয়েছে। শুধু তাই নয়, বড় দিন তথা থার্টি ফাস্ট নাইট উপলক্ষে হোটেলের রুম অগ্রিম বুকিং রয়েছে।

[৬] টুরিষ্ট পুলিশ কুয়াকাটা জোন‘র পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, আমরা সর্বদা নিরাপত্তায় নিয়োজিত আছি। এছাড়াও কুয়াকাটার বিভিন্ন র্স্পটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্পাদনা: হ্যাপী

প্রতিনিধি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়