শিরোনাম
◈ বিএনপির বিশৃঙ্খলা রোধে তারেক রহমানের যত ‘স্মার্ট অ্যাকশন’ ◈ ভারতে শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই! ◈ কর্মীদের হত্যাকাণ্ডের নিউজ কোথায়, প্রশ্ন আওয়ামী লীগের ◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৩, ০৫:০৬ বিকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২৩, ০৫:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতা অভিযান ও র‌্যালী

উত্তম কুমার, কলাপাড়া (পটুয়াখালী): [২] পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় বাংলাদেশ স্কাউট রোভার পটুয়াখালী অঞ্চলের উদ্যোগে একটি র‌্যালী বের করা হয়। এতে নানা সচেতনতামূলক লেখাযুক্ত প্লেকার্ড নিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটের শিক্ষার্থী ছাড়াও আগত পর্যটকরা অংশগ্রহণ করে। 

[৩] পরে কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.সন্তোষ কুমার বসু, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, পটুয়াখালী জেলা রোভারের এল টি কমিশনার অধ্যাপক আবুল কালাম আজাদ, পটুয়াখালী জেলা রোভারের সম্পাদক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ স্কাউটস পটুয়াখালী জেলার ডেপুটি ডিরেক্টর শাকিলা ইয়াসমিন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ বিভাগের অধ্যাপক সাজেদুল ইসলাম, পটুয়াখালী জেলা রোভারের ট্রজারার মাহবুব আলম, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের ইন্সপেক্টর হাসনাইন পারভেজ প্রমূখ।

[৪] বক্তারা বলেন, সাগরকন্যা কুয়াকাটার সৈকতে একই স্থানে দাড়িয়ে সূর্যাস্থ ও সূর্যোদয় দেখা যায়। এটি বিরল। এই স্থানটি সাজিয়ে রাখা আমাদের নৈতিক দায়িত্ব। সৈকতে ময়লা আবর্জনা না ফালনোর জন্য সবাইকে অনুরোধ জানান। 

[৫] আলোচনা সভা শেষে সৈকতের ১ কিলোমিটার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়