শিরোনাম
◈ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান আহ্বান ড. ইউনূসের ◈ তিন পার্বত্য জেলার পরিস্থিতি নিয়ে আইএসপিআর যা জানালো ◈ বিএনপির বিশৃঙ্খলা রোধে তারেক রহমানের যত ‘স্মার্ট অ্যাকশন’ ◈ ভারতে শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই! ◈ কর্মীদের হত্যাকাণ্ডের নিউজ কোথায়, প্রশ্ন আওয়ামী লীগের ◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৩, ০৪:৩২ দুপুর
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২৩, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীতে কাঁপছে উত্তরের জনপদ, সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮ ডিগ্রি পঞ্চগড়ে

জেরিন আহমেদ: [২] দিন যাচ্ছে বাড়ছে উত্তরাঞ্চলের জনপদগুলোর শীতের তীব্রতা। সন্ধ্যার পর থেকে শুরু হয় হিমেল বাতাস। এরপর রাতভর বৃষ্টির মতো ঝিরঝির করে কুয়াশা ঝরতে থাকে। ফলে নেমে যাচ্ছে তাপমাত্রা। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সূত্র: বুলেটিন

[৩] এছাড়াও, নওগাঁ ও চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ নেমেছে ১৩ ডিগ্রির ঘরে। মধ্যরাত থেকে দেশের বিভিন্ন এলাকা ঢাকা পড়েছে কুয়াশায়। বেলা গড়ালেও কোথাও কোথাও সূর্যের দেখা মিলছে না।

[৪] ঘূর্ণিঝড় মিগজাউমের আগে তেমন শীতের প্রকোপ তেমন ছিল না। তবে মিগজাউমের ফলে হওয়া বৃষ্টি কেটে যাওয়ার পরেই শীত জেঁকে বসেছে এসব এলাকায়। আবহাওয়ার এমন পরিবর্তনে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেখা দিচ্ছে ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগ। হাসাপাতালগুলোতে বাড়ছে রোগির সংখ্যা। যাদের মধ্যে বেশিরভাগই শিশু ও বয়স্ক। এছাড়াও উত্তরাঞ্চলের এসব এলাকায়, সূর্যাস্তের সাথে সাথে কমতে থাকে তাপমাত্রা। শীতবস্ত্রের অভাবে নিদারুন কষ্টে দিন কাটছে হতদরিদ্র মানুষের।

[৫] এদিকে আবহাওয়াবিদরা জানান, তাপমাত্রা আরও কমে বুধবার থেকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। মঙ্গলবার তাপমাত্রা আরও কমেছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, চলতি মৌসুমে প্রথমবারের মতো বুধবার থেকে বেশ কিছু এলাকায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। সাধারণত দুই থেকে চার দিন শৈত্যপ্রবাহ থাকে।

[৬] অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে টেকনাফে, ৩০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সম্পাদনা: তারিক আল বান্না

জেএ/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়