শিরোনাম
◈ যৌথবাহিনীর অভিযান: ফেনীতে অস্ত্রসহ আটক ৪ ◈ আমেরিকায় একান্ত বৈঠক হবে না মোদী-ইউনূসের : আনন্দবাজার পত্রিকা অনলাই ◈ ওয়াকি–টকি বিস্ফোরণে লেবাননে এবার নিহত ১৪, আহত ৪৫০ ◈ কমিশন থেকে সরে গেলেও যুক্ত থাকবেন শাহদীন মালিক ! ◈ শেখ হাসিনা সরকার রেখে গেছে ১০ লাখ কোটি টাকার বিদেশি ঋণ : কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন ◈ কী হয়েছিল এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায়? যা জানা গেল ভাইরাল সেই ভিডিওটির সম্পর্কে (ভিডিও) ◈ বিকেলে গণপিটুনি, রাতে জাবির সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু  ◈ আন্দোলনে নিহতদের পরিবার পাবে ৫ লাখ, আহতরা ১ লাখ ◈ প্রধান বিচারপতি যে ১২ নির্দেশনা দিলেন ◈ সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থেকে বাদাম বেঁচে খেলেও ভালো করতাম : রিমান্ডে যুবলীগ নেতা

প্রকাশিত : ১৫ জুন, ২০২২, ০৩:০০ দুপুর
আপডেট : ১৬ জুন, ২০২২, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফের বন্যায় ডুবছে সিলেট

বন্যায় ডুবছে সিলেট

আবুল কাশেম রুমন, সিলেট: ৪৮ ঘণ্টার মধ্যে সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে ফের বন্যা দেখা দিয়েছে সিলেট। গোঠা সিলেট জুড়ে মাত্রারিক্ত বৃষ্টি পাত হচ্ছে। পাশ্ববর্তী দেশ ভারতের মেঘালয় ও আসামে হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি যার উজান থেকে নামছে পাহাড়ী ঢল। ইতোমধ্যে বিপদসীমা অতিক্রম করছে সুনামগঞ্জের সুরমা নদীর পানি। সদর এলাকায় পানি কিছু কমলেও সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। একই সঙ্গে সিলেটের কয়েকটি পয়েন্টেও বাড়ছে পানি। এদিকে হবিগঞ্জ ও মৌলভীবাজারেও বাড়ছে পানি। ভারী বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলের কারণে ফের বন্যার ঝুঁকিতে রয়েছে পুরো সিলেট বিভাগ।

সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেটে টানা ৩/৪ দিন গড়ে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ফলে সিলেটে পানি বাড়তে পারে। ১৮ জুন পর্যন্ত সিলেটে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হতে পারে। তবে ১৮ জুনের পর সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বুধবার (১৫ জুন) সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে ১৫ সেন্টিমিটার কমে ১১.৭৭ মিটারে অবস্থান করছে। মঙ্গলবার এই পয়েন্টে পানি ছিল ১১.৯২ মিটার। বুধবার সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে মাত্র ১ সেন্টিমিটার কমে ১০.১১ মিটারে অবস্থান করছে। সোমবার এই পয়েন্টে ছিল ১০.১২ মিটার। মঙ্গলবার সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে ২০ সেন্টিমিটার কমে ৭.৭১ মিটারে অবস্থান করছে। যা সোমবার ছিল ৭.৯১ মিটার। মঙ্গলবার এই নদীর পানি দিরাই পয়েন্টে আগের দিনের মতো ৬.১৬ মিটারে অবস্থান করছে।

এদিকে মঙ্গলবার অমলশীদ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি ১৩ সেন্টিমিটার বেড়ে ১২.৮৭ মিটারে অবস্থান করছে। যা সোমবার ছিল ১২.৭৪ মিটার। এই নদীর পানি মঙ্গলবার শেওলা পয়েন্টে ১০ সেন্টিমিটার বেড়ে ১১.০৫ মিটারে অবস্থান করছে। যা সোমবার ছিল ১০.৯৫ মিটার। একই নদীর পানি মঙ্গলবার শেরপুর পয়েন্টে ৮ সেন্টিমিটার বেড়ে ৭.৪৮ মিটারে অবস্থান করছে। যা সোমবার ছিল ৭.৪০ মিটার। মঙ্গলবার এ নদীর পানি মারকুলি পয়েন্টে ৩ সেন্টিমিটার বেড়ে ৬.৬৮ মিটারে অবস্থান করছে। যা সোমবার ছিল ৬.৬৫ মিটার।

মঙ্গলবার সারিগোয়াইন নদীর পানি সারিঘাট পয়েন্টে ৯৭ সেন্টিমিটার কমে ১১.০২ মিটারে অবস্থান করছে। যা সোমবার ছিল ১১.৯৯ মিটার। এদিকে একদিনের ব্যবধানে মঙ্গলবার মনু নদীর পানি মনু পয়েন্টে ৩৮ সেন্টিমিটার বেড়ে ১২.৭ মিটারে অবস্থান করছে। একই নদীর পানি মঙ্গলবার মৌলভীবাজার পয়েন্টে ১৫ সেন্টিমিটার বেড়ে ৮.৪৫ মিটারে অবস্থান করছে। মঙ্গলবার ধলাই নদীর পানি কমলগঞ্জ পয়েন্টে ৪৫ সেন্টিমিটার বেড়ে ১৫.৬৫ মিটারে অবস্থান করছে। মঙ্গলবার খোয়াই নদীর পানি বল্লাঘাট পয়েন্টে ৯০ সেন্টিমিটার বেড়ে ২০.৪৫ মিটারে অবস্থান করছে। মঙ্গলবার এই নদীর পানি হবিগঞ্জ পয়েন্টে ৪১ সেন্টিমিটার বেড়ে ৫ মিটারে অবস্থান করছে।

পাউবো সিলেট সূত্র জানায়, চলমান বৃষ্টি আর উজানের ঢলে সিলেটের নদ-নদীর পানি বাড়ছে। নদী গুলো ভরাট হয়ে যাওয়ায় বর্ষার স্বাভাবিক বৃষ্টির পানি ধারণ করতে পারবে না। তার ওপর উজানের ঢল চলমান থাকলে সিলেট অঞ্চলের কিছু নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হবে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়