শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হলেন তিথি ও নাইম ◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ ◈ দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে : ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট ◈ ফের নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি নির্দেশনা

প্রকাশিত : ১৪ জুন, ২০২২, ১২:৩৭ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২২, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যমুনা-ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদ-নদীর পানি বৃদ্ধি

দেওয়ানগঞ্জে নদীর ভাঙনে হুমকির মুখে সানন্দবাড়ী সেতু

দেওয়ানগঞ্জে নদীর ভাঙন

খাদেমুল বাবুল, জামালপুর: যমুনা-ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উত্তর জামালপুরের দেওয়ানগঞ্জে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানি বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। দেওয়ানগঞ্জ-কুড়িগ্রামের রৌমারী- রাজিবপুর সড়কের সানন্দবাড়ী সেতু সংলগ্ন এলাকায় জিঞ্জিরাম নদীর ভাঙনে প্রায় ৫০০ মিটার নদীর তীরসংক্ষণ বাঁধ, ১০-১২ ঘর-বাড়ি ও ফসিল জমি ইতোমধ্যে বিলীন হয়েছে।

দেওয়ানগঞ্জে নদীর ভাঙন

চরম হুমকির মুখে পড়েছে জামালপুর ও কুড়িগ্রাম জেলার তিন উপজেলার মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ সানন্দনাড়ী সেতু। সেতুটি জামালপুরের দেওয়ানগঞ্জ, সানন্দবাড়ী ও কুড়িগ্রাম জেলার রৌমারী-রাজিবপুর উপজেলার লাখ লাখ মানুষের চলাচলের একমাত্র ভরসা।

দেওয়ানগঞ্জে নদীর ভাঙন

এলাকাবাসী জানান, জামালপুরের দেওয়ানগঞ্জ-কুড়িগ্রামের রৌমারী-রাজিবপুর সড়ক ও সানন্দবাড়ী সেতুর উপর দিয়ে প্রতিদিন লাখ লাখ মানুষ ও যানবাহন চলাচল করে থাকেন। সড়কটির প্রায় ৫০০ মিটার এলাকা জুড়ে আংশিক নদীতে বিলীন হওয়ায় কোনো যানবাহন চলাচল করতে পাছে না। এতে চরম দূর্ভোগে পড়েছে ৩ উপজেলার মানুষ। ভাঙন অব্যাহত থাকলে যে কোনো সময় নদীতে বিলীন হতে পারে গুরুত্বপূর্ণ সানন্দবাড়ী সেতু। এতে ৩ উপজেলার ১০ লক্ষাধিক মানুষের চলাচলের সর্ম্পূণভাবে বন্ধ হয়ে যাবে।

দেওয়ানগঞ্জ-মৌলবীরচর পাঁকা সড়কটিও ব্রহ্মপুত্র নদের ভাঙনের মুখে পড়ছে। ভাঙনের মুখে পড়ছে দেওয়ানগঞ্জ-বকশিগগঞ্জ উপজেলার সংযোগ সড়ক। ২ উপজেলার গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটি কুতুবুল্লারচর এলাকায় ব্রহ্মপুত্র নদে বিলীন হওয়ায় পথে। দ্রুত ব্যবস্থা না নিলে দেওয়ানগঞ্জ-বকশিগগঞ্জ উপজেলার সড়ক যোগাযোগ যে কোনো সময় বন্ধ হয়ে যাতে পারে। ৪ উপজেলার মানুষের চলাচলের একমাত্র ভরসা গুরুত্বপূর্ণ সড়ক ২টি ও লাখ লাখ মানুষের চলাচলের গুরুত্বকে অগ্রাধিকার দিয়ে সড়কগুলো রক্ষায় সরকার তথা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দ্রুত ব্যবস্থা জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়ক ও সেতু রক্ষায় দ্রুত ব্যবস্থা নিবেন দাবি এলাকাবাসীর। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়