শিরোনাম
◈ বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের প্রকাশ্যে আসার অধিকার নেই: হাসনাত আবদুল্লাহ (ভিডিও) ◈ প্রেস ক্লাবের সামনে আ.লীগের বিক্ষোভ মিছিল, ধাওয়া খেয়ে আহত ৫ ◈ পাঁচ বছরের ফুটফুটে শিশু মুনতাহাকে হত্যা দুই কারণে, আশঙ্কা বাবার ◈ ওবায়দুল কাদের আছে সন্দেহে ফ্ল্যাটে তল্লাশি, অতপর... ◈ স্বামীকে বিয়ের পরদিনই অপহরণ, নববধূসহ পাঁচজন গ্রেপ্তার ◈ বাংলাদেশ নিয়ে গুজব, ভারতের টিভি নিষিদ্ধে আইনি নোটিশ ◈ শপথ নিলেন নতুন ৩ উপদেষ্টা (ভিডিও) ◈ তারা গণহত্যা করে পালিয়ে এখন নিরীহ কর্মীদের উসকে দিচ্ছে: সোহেল তাজ  ◈ বাংলাদেশে ডেঙ্গু নিয়ে চিকিৎসকরা দুশ্চিন্তায় ◈ মতিঝিলে আওয়ামী লীগ নেতাকর্মীদের মিছিল!(ভিডিও)

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৩, ০৭:০০ বিকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০২৩, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক 

নীলগাই, কমন ইল্যান্ড ও জেব্রা পরিবারে নতুন অতিথি

এ এইচ সবুজ, গাজীপুর: [২] শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নীলগাই, জেব্রা ও কমন ইল্যান্ড পরিবাওে নতুন করে যুক্ত হলো আরো পাঁচ অতিথি। গত দুই মাসের মধ্যে পার্কে প্রাণীগুলো নতুন শাবকের জন্ম দিয়েছে। জন্ম নেওয়া শাবকগুলো পার্কের নিজস্ব বেষ্টনীতে মায়ের সঙ্গে ছোটাছুটি করে সময় পার করছে। পার্ক কর্তৃপক্ষ বিশেষ নজরদারি করছে জন্ম নেওয়া শাবক ও মায়েদের।

[৩] পার্কে পাঁচ শাবক জন্মের বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. রফিকুল ইসলাম বলেন, গত সেপ্টেম্বর মাসের ৫ তারিখে একটি ও ১৩ সেপ্টেম্বর একটিসহ মোট দুটি জেব্রা শাবকের জন্ম হয়। গত ৯ আগস্ট আফ্রিকার প্রাণী কমন ইল্যান্ড শাবকের জন্ম হয়। এ ছাড়া গত ৭ অক্টোবর নীলগাইয়ের দুটি শাবকের জন্ম হয়।

[৪] পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ছোট-বড় মিলিয়ে মোট ২৯টি জেব্রা রয়েছে। তার মধ্যে ১৬টি পুরুষ এবং ১৩টি মাদি জেব্রা। নতুন জন্ম নেওয়া শাবক নিয়ে পার্কে কমন ইল্যান্ডের সংখ্যা চার। তার মধ্যে দুটি পুরুষ ও দুটি মাদি। এ ছাড়া নতুন জন্ম নেওয়া শাবক নিয়ে পার্কে নীলগাইয়ের সংখ্যা মোট ৮টি।

[৫] বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, গত দুই মাসে পার্কে নতুন করে পাঁচটি শাবকের জন্ম হয়েছে। তার মধ্যে দুটি জেব্রা শাবক, দুটি নীলগাই এবং একটি কমন ইল্যান্ড। প্রতিটি প্রাণী শাবকের জন্মের পর পার্ক কর্তৃপক্ষ তাদের বিশেষ নজরদারির মধ্যে রাখে। জন্ম নেওয়া শাবকগুলো মায়ের সঙ্গে ছোটাছুটি করে সময় পার করছে। সবগুলো সুস্থ স্বাভাবিক রয়েছে। মা ও জন্ম নেওয়া শাবকের জন্য বিশেষ খাবার পরিবেশ করা হচ্ছে নিয়মিত।

[৬] বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার বলেন, বর্তমানে পার্কে বিভিন্ন বিদেশি প্রাণীর জন্য অনুকূল পরিবেশ তৈরি করা হয়েছে, যার জন্য বিভিন্ন প্রাণী নিয়মিত শাবকের জন্ম দিচ্ছে। পার্কটিকে কী করে দর্শনার্থীদের জন্য বাংলাদেশের অন্যতম একটি বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়, সে বিষয়টি মাথায় নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করছি। সম্পাদনা: ইস্রাফিল ফকির


প্রতিনিধি/আইএফ/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়