জেরিন আহমেদ: [২] সাগরের সৃষ্টি হওয়া লঘুচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে মঙ্গলবার থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বুধবার (২০ সেপ্টেম্বর) তা বেড়ে আরও এলাকায় ছড়িয়ে পড়েছে। আগামী দুই-তিন দিন এই বৃষ্টি থাকতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে। এতে কমে এসেছে ভ্যাপসা গরম।
[৩] আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এতে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
[৪] এদিকে বৃহস্পতিবারের পূর্বাভাসে বলা হয় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে দেশের কোথাও কোথাও।
[৫] এরপর শুক্রবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
জেএ/জেএ
আপনার মতামত লিখুন :