মো. আরিফুজ্জামান খান, পটুয়াখালী: [২] জেয়ারের সঙ্গে উপকূলজুড়ে বিরামহীন বৃষ্টি ও মাঝারি ধরনের ঝড়ো হাওয়া বইছে। এছাড়াও সাগর ও নদীতে বইছে অস্বাভাবিক জোয়ার। ঝড়-বাতাসে সাগর-নদী প্রচন্ড উত্তাল হয়ে আছে।
[৩] এদিকে গত মঙ্গলবার থেকে বুধবার দুপুর পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মানুষের জীবনমান বিপাকে পড়েছে। আরও ২-৩ দিন এরকম আবহাওয়া বিরাজ করার আশঙ্কা রয়েছে বলে মনে করেন পটুয়াখালী আবহাওয়া অফিস।
[৪] সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত ও নদী বন্দরে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে পটুয়াখালী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ইনচার্জ মাহবুবা সুখী।
[৫] কুয়াকাটা সমূদ্র সৈকতে ঢেউয়ের তান্ডব চলছে, ফলে মাছ শিকার বন্ধ রেখেছে জেলেরা। শত শত ট্রলার নিয়ে নদীর তীরবর্তী স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে জেলেরা।
প্রতিনিধি/একে
আপনার মতামত লিখুন :