শিরোনাম
◈ যৌথবাহিনীর অভিযান: ফেনীতে অস্ত্রসহ আটক ৪ ◈ আমেরিকায় একান্ত বৈঠক হবে না মোদী-ইউনূসের : আনন্দবাজার পত্রিকা অনলাই ◈ ওয়াকি–টকি বিস্ফোরণে লেবাননে এবার নিহত ১৪, আহত ৪৫০ ◈ কমিশন থেকে সরে গেলেও যুক্ত থাকবেন শাহদীন মালিক ! ◈ শেখ হাসিনা সরকার রেখে গেছে ১০ লাখ কোটি টাকার বিদেশি ঋণ : কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন ◈ কী হয়েছিল এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায়? যা জানা গেল ভাইরাল সেই ভিডিওটির সম্পর্কে (ভিডিও) ◈ বিকেলে গণপিটুনি, রাতে জাবির সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু  ◈ আন্দোলনে নিহতদের পরিবার পাবে ৫ লাখ, আহতরা ১ লাখ ◈ প্রধান বিচারপতি যে ১২ নির্দেশনা দিলেন ◈ সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থেকে বাদাম বেঁচে খেলেও ভালো করতাম : রিমান্ডে যুবলীগ নেতা

প্রকাশিত : ২৫ মে, ২০২২, ১১:১১ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২২, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক হাজার টাকায় পুরো জার্মান ভ্রমণ 

জার্মানি

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] বাড়ছে তেলের দাম। সেই সঙ্গে প্রায় প্রতিটি দেশেই দেখা দিয়েছে মুল্যস্ফীতি। মানুষ নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতেই হিমশিম খাচ্ছে। এর মধ্যেও আগামী গ্রীষ্মে পুরো এক মাস জার্মানি ভ্রমণে মাত্র ৯.৫০ ডলার লাগবে (৯.৫০ ডলারের বাংলাদেশি টাকা প্রায় এক হাজার)। সিএনএন

[৩] গত সোমবার জার্মান সরকার মাসিক পাবলিক ট্রান্সপোর্ট টিকিট তৈরির অনুমোদন দিয়েছে। এই সার্ভিসটি চালু করা হবে আগামী জুন মাসে। চলবে আগস্ট মাস পর্যন্ত। এই তিন মাসই ইউরোপ জুড়ে চলে গ্রীষ্মকাল। কার্ডটি মাসিক। সুতরাং যে মাসের এক তারিখে কার্ড সংগ্রহ করবে সে মাসের শেষ তারিখ পর্যন্ত কার্ডটি ব্যবহার করতে পারবেন। আবার কেউ যদি মাসের ১০-১৫ তারিখ এমনকি ২০ তারিখেও কার্ড সংগ্রহ করেন, তিনিও মাসের শেষ তারিখ পর্যন্ত কার্ডটি ব্যবহার করতে পারবেন। নতুন মাসের জন্য সবাইকে নতুন কার্ড করতে হবে। 

[৪] স্থানীয় মিডিয়া জানায়, মাসিক এই কার্ড ব্যবহার করে স্থানীয় ও আঞ্চলিক পরিবহনে উঠা যাবে। সেই সঙ্গে এই কার্ড ব্যবহার করে উঠা যাবে ট্রেন, বাস ও ট্রামেও।  

[৫] জনগণকে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে উদ্বুদ্ধ করতেই জার্মান সরকার এই প্যাকেজের ঘোষণা দিয়েছে। সম্পাদনা : রাশিদ  

  • সর্বশেষ
  • জনপ্রিয়