শিরোনাম
◈ ভারতে শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই! ◈ কর্মীদের হত্যাকাণ্ডের নিউজ কোথায়, প্রশ্ন আওয়ামী লীগের ◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর ◈ হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২২, ০৮:০৬ রাত
আপডেট : ১৮ অক্টোবর, ২০২২, ০২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুমা ও রোয়াংছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা

বাবুল খাঁন: বান্দরবানের রুমা ও রোয়াংয়ছড়ি উপজেলায় পর্যটক যাতায়াত বন্ধ করে দিয়েছে প্রশাসন। সীমান্ত এলাকায় নিরাপত্তা  বাহিনীর যৌথ অভিযানের কারণে অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় এই নির্দেশনা জারি করেন স্থানীয় প্রশাসন। 

সোমবার (১৮ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে এই নির্দেশনা জারি করা হয়েছে সীমান্ত সংলগ্ন ২ উপজেলা ভ্রমণে। তবে কবে নাগাদ এই নির্দেশনা প্রত‍্যাহার করা হবে এ বিষয়ে এখনও প্রশাসন থেকে কিছু জানানো হয়নি।

নাথান বমের  কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সশস্ত্র  সংগঠন, জেএমবির জঙ্গী শামিন মাহফুজ সংগঠনকে দূর্গম পাহাড়ে প্রশিক্ষণ দিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে গত একসপ্তাহ থেকে, রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নের  সাইজাম পাড়া, বড়গিয় ছাড়া, ক্যাংড়া ছড়া, পুরানো টাইগার পাড়া ও বান্দরবান রোয়াংছড়ির ররিনং পাড়ায় যৌথ অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। 

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন শিবলী ও রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম চৌধুরী জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানের কারণে এ দুটি উপজেলায় আপাতত পর্যটক যাতায়াত বন্ধ করে দেয়া হয়েছে। পর্যটকদের সাথে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে এ কারণেই এই ব্যবস্থা নেয়া হয়েছে। তবে কখন থেকে আবার এ দুটি উপজেলায় পর্যটক যাতায়াত চালু হবে এ বিষয়েও তারা কোন কিছু জানাতে পারেননি। 

প্রতিনিধি/এসএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়