শিরোনাম
◈ তিন পার্বত্য জেলার পরিস্থিতি নিয়ে আইএসপিআর যা জানালো ◈ বিএনপির বিশৃঙ্খলা রোধে তারেক রহমানের যত ‘স্মার্ট অ্যাকশন’ ◈ ভারতে শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই! ◈ কর্মীদের হত্যাকাণ্ডের নিউজ কোথায়, প্রশ্ন আওয়ামী লীগের ◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২২, ০৯:৫৩ সকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০২২, ০৪:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১১০ কিমি পরিভ্রমণ করলো জবি শিক্ষার্থী সবুজ

ইয়াছির আরাফাত সবুজ

জবি প্রতিনিধি: ‘সে নো প্লাস্টিক এন্ড ড্রাগ, টু গেট অওয়ার গ্লোব গ্লিন লেটস গো গ্রিন’ স্লোগানকে সামনে রেখে মেরিন ড্রাইভ সহ মোট ১১০কিলোমিটার পথ পরিভ্রমণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইয়াছির আরাফাত সবুজ।

হাইকিং ফোর্স বাংলাদেশের আয়োজনে গত ৭ সেপ্টেম্বর দেশের সব থেকে দক্ষিণের জায়গা শাহপীর দ্বীপ থেকে শুরু করা তার এই অভিযানটি গতকাল সোমবার দুপুরে নাজিরাটেক সমুদ্র সৈকতে শেষ হয়। আর এর মাঝে সবুজ পাড়ি দিয়েছে ১১০ কিলোমিটার পথ।

অভিযানটি সম্পর্কে সবুজ বলেন, আমি পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিক এবং মানবদেহের জন্য ক্ষতিকর মাদক নিয়ে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য এই অভিযানে কাজ করেছি। সমুদ্র উপকূলীয় এই অঞ্চলটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। প্রায় সারা বছর অসংখ্য পর্যটক এখানে ভীড় করেন সমুদ্র দেখার জন্য। কিন্তু সবাই অসচেতনভাবে যেখানে সেখানে প্লাস্টিক ফেলে এই প্রাকৃতিক পরিবেশ নষ্ট করে ফেলছে।

তিনি  বলেন, আমি মেরিন ড্রাইভ দিয়ে আসার সময় রাস্তায় দুই ধারে শুধু প্লাস্টিক পড়ে থাকতে দেখি। যা আমাদের পরিবেশ জন্য মারাত্মক হুমকির কারণ। সেই সাথে আমি মানুষকে মাদক থেকে দূরে থাকার জন্য মানুষের মাঝে সচেতন সৃষ্টি করার চেষ্টা করেছি।

ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, আমার ভ্রমণের অন্যতম একটি উদ্দেশ্য ছিল সমুদ্র উপকূলের সাধারণ মানুষের জীবনযাত্রা তাদের আচার আচরণ সম্পর্কে প্রত্যক্ষভাবে জ্ঞান অর্জন। আমি সেটা করতে পেরছি। যাত্রা পথে আমি অনেক মানুষের সাথে কথা বলেছি এবং তাদের সম্পর্কে জানার চেষ্টা করেছি।

এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়