শিরোনাম

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২২, ১০:৫৫ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২২, ০১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃহস্পতিবার থেকে কমতে পারে বৃষ্টিপাত

মহসীন কবির: রাজধানী ঢাকাসহ প্রায় সারাদেশে বুধবার (১৪ সেপ্টেম্বর) দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও ঢাকায় দিনভর থেমে থেমে বৃষ্টি হয়েছে। তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে বৃষ্টির প্রবণতা কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

এ সময়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

একইসঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে সেটিকে ভারী বৃষ্টিপাত বলা হয়। যমুনা ও নিউজ২৪টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়