শিরোনাম
◈ ‘আপার এতিম সন্তানদের পুলিশের হাতে তুলে দিন’ ◈ ‘যদি বাপের বাচ্চা হয়ে থাকি, সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব’, বললেন রুমিন ফারহানা ◈ যৌনপল্লি চালানোর অভিযোগে ভারতের তেলেঙ্গানায় বাংলাদেশি গ্রেপ্তার ◈ প্রত্যেক বাংলাদেশিকে ঝাড়খণ্ড থেকে ঝেঁটিয়ে বিদায় করা হবে : জেপি নাড্ডা ◈ আ. লীগের কর্মী সন্দেহে কয়েকজনকে মারধর করে পুলিশে দিয়েছে বিএনপি নেতা-কর্মীরা ◈ ব্রাইটনে ধরাশায়ী ম্যানচেস্টার সিটিতে হতাশার সুর ◈ জয়ের নায়ক হয়েও নিজের ব্যাটিং নিয়ে খুশি নন অধিনায়ক শান্ত ◈ মেজর লিগ সকার থেকে মেসির ইন্টার মায়ামির বিদায় ◈ রাতে ইংলিশ লিগে মুখোমুখি আর্সেনাল ও চেলসি, মাঠে নামবে বার্সেলোনাও ◈ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে হারালো  শ্রীলঙ্কা

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২২, ১০:৩৫ রাত
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২২, ০৪:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভরা মৌসুমেও ইলিশের হাহাকার!

ইলিশ মাছ ধরার অপেক্ষায় জেলেরা।

মিনহাজুল আবেদীন: ইলিশের আশায় রাতদিন দলবেঁধে নদীতে নামতে দেখা গেছে ভোলার জেলেদের। মেঘনা ও তেঁতুলিয়া নদী চষে বেড়াচ্ছেন তারা। কিন্তু ভরা মৌসুম। তারপরও নদীতে আশানুরূপ ইলিশ মিলছে না।

জেলেরা বলছেন, নদীতে গিয়ে কোনো কোনো সময় যে পরিমাণ ইলিশ পাওয়া যায় তাতে ট্রলারের তেলের খরচই ওঠে না। তারপরও তাদের বিশ্বাস যে কোনো সময় জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়বে ইলিশ। ডিবিসি টিভি 

ইলিশা ইউনিয়নের জংশন এলাকার জেলে আরিফ মাঝি বলেন, ‘এহন ইলিশের ভরা মৌসুম চলছে। ঘরে বইয়া অলস সময় কাটার সময় নাই। এহন প্রতিদিন সকাল, দুপুর, সন্ধ্যা ও রাইতে আমরা দল বাইন্দা ৮ জন জাইল্লা (জেলে) নদীতে ইলিশ ধরতে যাই। কোনো কোনো দিন ১ হাজার টাকার তেল পুইড়া (পুড়িয়ে) ১৫০০-২০০০ টাকার ইলিশ পাই। আবার কোনো দিন ট্রলারের তেলের খরচও ওঠে না। তারপরও আমরা আশায় আছি জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে।’

ভোলার খালের মৎস্য আড়তদার জাকির হোসেন বলেন, ইলিশের ভরা মৌসুম অনেক দিন আগে থেকেই শুরু হয়েছে। কিন্তু এখনো জেলেদের জালে আশানুরূপ ইলিশ ধরা পড়ছে না। যে কারণে ঘাটে পাইকারি ও খুচরা ক্রেতারা এলেও তারা হতাশ হয়ে ফিরে যান। আমরা আড়তদাররাও বিপাকে রয়েছি। জাগোনিউজ ২৪

ভোলার মৎস্য কর্মকর্তা মোল্লা এদাদুল্যাহ বলেন, ভরা মৌসুম চললেও জেলেরা কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না। তবে বৃষ্টিপাতের সঙ্গে ইলিশের পরিমাণ বৃদ্ধি পাবে। তখন জেলেদের দুঃখ দূর হয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়