শিরোনাম
◈ যৌনপল্লি চালানোর অভিযোগে ভারতের তেলেঙ্গানায় বাংলাদেশি গ্রেপ্তার ◈ প্রত্যেক বাংলাদেশিকে ঝাড়খণ্ড থেকে ঝেঁটিয়ে বিদায় করা হবে : জেপি নাড্ডা ◈ আ. লীগের কর্মী সন্দেহে কয়েকজনকে মারধর করে পুলিশে দিয়েছে বিএনপি নেতা-কর্মীরা ◈ ব্রাইটনে ধরাশায়ী ম্যানচেস্টার সিটিতে হতাশার সুর ◈ জয়ের নায়ক হয়েও নিজের ব্যাটিং নিয়ে খুশি নন অধিনায়ক শান্ত ◈ মেজর লিগ সকার থেকে মেসির ইন্টার মায়ামির বিদায় ◈ রাতে ইংলিশ লিগে মুখোমুখি আর্সেনাল ও চেলসি, মাঠে নামবে বার্সেলোনাও ◈ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে হারালো  শ্রীলঙ্কা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ শেখ হাসিনাসহ পলাতকদের ফেরাতে রেড নোটিশ জারি করছে সরকার : আইন উপদেষ্টা

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২২, ০৯:০১ রাত
আপডেট : ০৪ আগস্ট, ২০২২, ০৯:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জলবায়ু সমাধানের উদ্যোগ বাস্তবায়নে ইউএসএআইডির প্রতিযোগিতা

ইউএসএআইডি

মনজুর এ আজিজ : বাংলাদেশের বিভিন্ন মানবিক সংকট নিরসনে উদ্ভাবক, উদ্যোক্তা ও বিভিন্ন সংস্থাকে নিয়ে একটি প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছে ইউএসএআইডি। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন সমস্যার উদ্ভাবনী, সময়োপযোগী ও স্থানীয় পর্যায়ে নেওয়া সমাধানগুলো বাস্তবায়নে সহযোগিতা করতে এই বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

ইউএসএআইডির পক্ষ থেকে বলা হয়, এ প্রতিযোগিতার উদ্দেশ্য হলো বাংলাদেশের মানবিক উদ্ভাবকদের জন্য একটি শক্তিশালী সহায়তাকাঠামো তৈরি করা। যা বিভিন্ন প্রতিকূলতা কাটিয়ে তাঁদের উদ্যোগ ও উদ্ভাবনগুলোকে বাস্তবায়নে সাহায্য করবে। প্রতিযোগিতাটি ‘অ্যাকসেলেরেটিং ইনোভেশন ফর রেজিলিয়েন্স’ প্রকল্পের একটি অংশ। গত ২০ জুন এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এর আয়োজনে কাজ করছে গ্লোবাল নলেজ ইনিশিয়েটিভ এবং সহযোগিতায় থাকছে স্প্রিং অ্যাকটিভেটর।

এই প্রকল্পের আওতায় প্রতিযোগীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে তিন লাখ মার্কিন ডলার। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা আর্থিক সহায়তার পাশাপাশি প্রশিক্ষণ, নেটওয়ার্কিং, পরিচালনামূলক সহায়তা এবং অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিত কার্যক্রম গ্রহণের সুযোগ পাবেন। এ ছাড়া বিভিন্ন দেশি-বিদেশি বিনিয়োগকারী সংস্থা, গবেষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে কাজ করার সুযোগ পাবেন তাঁরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়