শাহীন খন্দকার: বাংলাদেশ বন্যা পূর্বাভাস সেন্টারে সহকারী প্রকৌশলী পার্থ প্রতিম বড়ুয়া বলেছেন,আজ বৃহস্পতিবার রংপুরের ডালিয়া পয়েন্টে বৃষ্টির পানিতে বিপদসীমা অতিক্রম করতে পারে। তবে সিলেটের সুনামগঞ্জে বিপদসীমার কাছাকাছি অবস্থান করলেও পানি বেশিক্ষণ অবস্থান করবে না।
তিনি আরও বলেন, আগস্ট মাসে একটি বন্যা হওয়ার সম্ভবনা রয়েছে তবে কোন সময়ে হবে তা এই মূর্হুতে বলা যাচ্ছে না। তবে বন্যা হবে সিলেট সুনামগঞ্জ, রংপুর ও ময়মনসিংহ বিভাগে।
এদিকে, আগারগাাঁও বাংলাদেশ আবহাওয়া অফিস বলেছেন, এসপ্তাহ জুড়েই বৃষ্টির সম্ভবনা রয়েছে। বুধবার সকাল থেকেই দেশের কোথাও কোথাও আকাশ মেঘলা রয়েছে এবং রিমঝিম বৃষ্টি হচ্ছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেছেন, যেখানে মেঘ ও মেঘের ঘনত্ব বেশি সেখানেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান , মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দূর্বল অবস্থায় রয়েছে। সম্পাদনা: খালিদ আহমেদ
আপনার মতামত লিখুন :