শাহীন খন্দকার: দীর্ঘ সময় টানা দাবদাহের পর রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয়েছে আজ মঙ্গলবার (২৬ জুলাই)। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৮ জুলাই থেকে সারা দেশে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়াবিধ মো. শাহীনুল ইসলাম আরও বলেন, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ৪৩টি স্টেশনের মধ্যে ৮টি স্টেশনে বৃষ্টিপাতের রেকড নেই। বাকি ৩৫টি স্টেশনে ৪৪-৮৮ মিলিমিটার এবং ৮৯ মিলিমিটার বৃস্টি হয়েছে। তবে সবচেয়ে ভারি বৃষ্টি হয়েছে রংপুরের ডিমলায় ৮২ মিলিমিটার , কিশোরগঞ্জে ৪৩ কুমিল্লায় ৩২ গোপালগঞ্জে ৩৩ ও রাজশাহীতে ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
তিনি আরও বলেন, এছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গুড়িগুড়ি বৃষ্টিসহ মাঝারি বৃষ্ঠিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের এই কর্মকতঅবলেন, এখন বর্ষাকাল, বৃষ্টিপাত আরও বেশি থাকার কথা। সেখানে অনেক কম আছে, তবে এ সপ্তাহে বৃষ্টিপাত বাড়বে।
মো. শাহীনুল ইসলাম বলেন, তবে আগামী ২৮ জুলাই রাত থেকে সারা দেশেই মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা রয়েছে। এর আগে তাপমাত্রা কম থাকবে, সঙ্গে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হবে। তবে বর্তমানে দেশে তাপমাত্রা কমতির দিকে রয়েছে।
পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
পরবর্তী ৪৮ ঘণ্টার শেষের দিক থেকে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এরপর পাঁচ দিনের আবহাওয়া পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে।
আপনার মতামত লিখুন :